ঢাকা শুক্রবার, ০৪ অক্টোবর, ২০২৪

জাবি বিএনসিসি‍‍`তে ক্যাডেট সার্জেন্ট হলেন সাদমান-অর্নি ও সজীব

জাবি প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ৪, ২০২৪, ১২:৪১ পিএম

জাবি বিএনসিসি‍‍`তে ক্যাডেট সার্জেন্ট হলেন সাদমান-অর্নি ও সজীব

ছবি, রূপালী বাংলাদেশ

জাবি: বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) সেনা প্লাটুনের ক্যাডেট সার্জেন্ট হিসেবে পদোন্নতি পেয়েছেন নতুন তিন মুখ।

নবনিযুক্ত ক্যাডেট সার্জেন্টরা হলেন, বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষার্থী কে, এম, সাদমান জাহাঙ্গীর, ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নুসরাত আহছান অর্নি এবং লোক_প্রশাসন বিভাগের শিক্ষার্থী সজীবুর রহমান সজীব। তারা উভয়ই বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ সেশনের (৫১তম ব্যাচ) দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

বৃহস্পতিবার  (৩রা সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের বিএনসিসি অফিস গ্রাউন্ডে ক্যাডেটদের পদোন্নতি এবং নবীন ক্যাডেট ভর্তি কার্যক্রম অনুষ্ঠানে জাবি বিএনসিসি সেনা প্লাটুনে প্রফেসর আন্ডার অফিসার (পিইউও) মো. রাকিবুল হাসান এবং মেজর মাসুদ কবির (ব্যাটালিয়ন এডজুটেন্ট) তাঁদেরকে র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন।

সার্জেন্ট পদোন্নতি অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ব্যাটালিয়ন সার্জেন্ট দীন মোহাম্মদ, -বি এস এম সার্জেন্ট মেহেদী, কর্পোরাল সাত্তার এবং সামরিক প্রশিক্ষক কর্পোরাল মাহমুদ।

আরবি/এস

Link copied!