ঢাকা সোমবার, ০৭ অক্টোবর, ২০২৪

জাবিতে হল প্রভোস্ট নিয়োগ; নতুন ৭ মুখ

জাবি প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ৬, ২০২৪, ০৯:৫৩ পিএম

জাবিতে হল প্রভোস্ট নিয়োগ; নতুন ৭ মুখ

ছবি, রূপালী বাংলাদেশ

জাবি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৭ টি হলে ৭ জন হল প্রভোস্ট নিয়োগ দেওয়া হয়েছে। রোববার (০৬ অক্টোবর) এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়, কর্তৃপক্ষের নির্দেশক্রমে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বীরপ্রতীক তারামন বিবি হল, শেখ হাসিনা হল, ফজিলতুন্নেসা হল, প্রীতিলতা হল, শহীদ তাজউদ্দীন আহমদ হল, শেখ রাসেল হল এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্টগণ যথাক্রমে অধ্যাপক ড. শফি মুহাম্মদ তারেক, অধ্যাপক হোসনে আরা, ড. আফসানা হক, অধ্যাপক ড. জহিরুল ইসলাম খন্দকার, ড. আবদুছ ছাত্তার, অধ্যাপক ড. মো. তাজউদ্দিন সিকদার এবং অধ্যাপক ড. ইস্রাফিল আহমেদ প্রভোস্ট হিসেবে স্ব-স্ব পদ থেকে অব্যাহতি চেয়ে অনুরোধের প্রেক্ষিতে তাঁদের প্রভোস্টের দায়িত্ব থেকে অব্যাহতি প্রদানপূর্বক নিম্নবর্ণিত শিক্ষকগণকে তাঁদের নামের পাশে বর্ণিত হলে ক্যাম্পাসে সার্বক্ষণিক অবস্থান করার শর্তে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত প্রভোস্টের সাময়িক দায়িত্ব প্রদান করা হলো। উল্লেখ্য, এ নিয়োগ যোগদানের তারিখ থেকে কার্যকর হবে এবং তাঁরা প্রচলিত নিয়মে সুবিধাদি ভোগ করবেন। তবে বিশ্ববিদ্যালয়ের বৃহত্তর স্বার্থে যে কোনো সময়ে উক্ত নিয়োগ বাতিল করা যাবে।

১. অধ্যাপক ড. আবেদা সুলতানা -গণিত বিভাগ (বীরপ্রতীক তারামন বিবি হল)

২. অধ্যাপক মুহাম্মদ তারেক চৌধুরী -দর্শন বিভাগ (শেখ হাসিনা হল)

৩. অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলাম -গণিত বিভাগ (ফজিলতুন্নেসা হল)

৪. অধ্যাপক ড. নাসরীন সুলতানা -সরকার ও রাজনীতি বিভাগ (প্রীতিলতা হল)

৫. অধ্যাপক ড. খোঃ লুৎফুল এলাহী- ইতিহাস বিভাগ
(শহীদ তাজউদ্দীন আহমদ হল)

৬. অধ্যাপক ড. বোরহান উদ্দিন -প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগ (শেখ রাসেল হল)

৭. জনাব মোহাম্মদ রেজাউল রকিব -সহযোগী অধ্যাপক, ভূগোল ও পরিবেশ বিভাগ (বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল)

নবনিযুক্ত প্রভোস্টগণকে তাঁদের যোগদানপত্র নিম্নস্বাক্ষরকারীর নিকট প্রেরণ করার জন্য অনুরোধ করা হলো।

আরবি/এস

Link copied!