ঢাকা বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪

প্রশাসনের নিকট ইবি ছাত্রদলের ১৯ দফা দাবি

ইবি প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ১৭, ২০২৪, ০৪:৩৮ পিএম

প্রশাসনের নিকট ইবি ছাত্রদলের ১৯ দফা দাবি

ছবি: রূপালী বাংলাদেশ

ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধসহ ১৯ দফা দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। গতকাল শনিবার দুপুরে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহর কাছে এ স্মারকলিপি প্রদান করে শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। এসময় উপস্থিত ছিলেন আহবায়ক মো. সাহেদ আহম্মেদ সদস্য সচিব মো. মাসুদ রুমী মিথুন, যুগ্ম আহবায়ক আনোয়ার পারভেজ, আনারুল ইসলাম,সদস্য রাফিজ আহমেদ, নুর উদ্দিন, সাব্বির হোসেন,তরীকুল ইসলাম সৌরভ এছাড়াও অন্যান্য নেতৃবৃন্দ।

শাখা ছাত্রদলের আহবায়ক মোঃ সাহেদ আহম্মেদ ও সদস্য সচিব মোঃ মাসুদ রুমী মিথুন স্মাক্ষরিত স্মারকলিপিতে উল্লেখিত দাবি গুলোর মধ্যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করার পাশাপাশি আবাসিক হল গুলোতে অবস্থানরত শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা জোরদার; হলের ডাইনিংয়ে খাবারের মান বৃদ্ধির লক্ষ্যে ভর্তুকি বৃদ্ধি, অতিরিক্ত ফি কমাতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ; ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার লক্ষ্য এবং উদ্দেশ্য অনতিবিলম্বে বাস্তবায়ন; পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরসহ বিশ্ববিদ্যালয়ের সকল দপ্তরে জবাবদিহিতা নিশ্চিতের মাধ্যমে হয়রানি নিরসন; সাধারণ শিক্ষার্থীদের প্রত্যাশা পূরণে নিষিদ্ধ সংগঠন ও গণহত্যার দোসর ব্যতিত বিশ্ববিদ্যালয় শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও সকল রাজনৈতিক পক্ষগুলোকে একটি প্লাটফর্মে নিয়ে এসে সকলের সহাবস্থান নিশ্চিত করা; দীর্ঘ ১৬ বছরে ক্যাম্পাসে আওয়ামী দুঃশাসন প্রতিষ্ঠাকারী স্বৈরাচারী দোসরদের চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা গ্রহণ; বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা যেন বাধাহীনভাবে সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারে তা নিশ্চিত করা; নিয়মিত ক্যাম্পাস পরিষ্কার ও পর্যাপ্ত ডাস্টবিন স্থাপন এবং ক্যাম্পাসে র‍্যাগিং সম্পূর্ণভাবে নির্মূল করতে যথাযথ পদক্ষেপ গ্রহণের দাবি অন্যতম।

এছাড়াও ১৯ দফা দাবির মধ্যে রয়েছে সেশনজট নির্মূলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা, মাদকমুক্ত ক্যাম্পাস নিশ্চিতে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা, শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে আবাসিক হল সহ ক্যাম্পাসের সকল গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরার ব্যবস্থা করা, আলোক স্বল্পতা নিরসনে পর্যাপ্ত লাইটিংয়ের ব্যবস্থা নিশ্চিত করা, চিকিৎসা কেন্দ্রে আধুনিক চিকিৎসা নিশ্চিতে যথাযথ পদক্ষেপ গ্রহণ, মেধার ভিত্তিতে আবাসিক হল গুলোতে শিক্ষার্থীদের আবাসিকতা এবং আবাসিক হল ও ভবনগুলোতে দ্রুতগতির ওয়াইফাই ব্যবস্থা নিশ্চিত, প্রত্যেক বিভাগের শ্রেণিকক্ষ সংকট নিরসন ও আবাসিক হলের রিডিং রুমে পড়াশোনার প্রয়োজনীয়  ব্যবস্থা গ্রহণ এবং কেন্দ্রীয় লাইব্রেরী প্রত্যেকদিন খোলা রাখা ও পড়াশোনার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা; ফিটনেসবিহীন পরিবহন নিষিদ্ধ সহ পরিবহন ব্যবস্থায় ভোগান্তি নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং বিশ্ববিদ্যালয় ডায়েরি ও ক্যালেন্ডারে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম অন্তর্ভুক্ত করা এবং বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তরে জিয়া স্মৃতি কমপ্লেক্স নির্মাণ করা।

এ বিষয়ে শাখা ছাত্রদলের আহবায়ক মো. সাহেদ আহম্মেদ বলেন, বিশ্ববিদ্যালয়ের জন্য শিক্ষার্থীদের পক্ষ থেকে যৌক্তিক দাবী গুলো উপস্থাপন করা হয়েছে। প্রশাসন আমাদের দাবিসমূহ গুরুত্ব সহকারে বিবেচনা করবেন এবং অতি দ্রুততার সাথে এটার পূর্ণ বাস্তবায়ন করবেন বলে আমি আশা করি।

ইবি উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, ছাত্রদলের পক্ষ থেকে যে স্মারকলিপি দেওয়া হয়েছে এগুলোর সব দাবিই যৌক্তিক। যৌক্তিক দাবি পূরণে আমাদের চেষ্টা সবসময় থাকবে। 

আরবি/জেডআর

Link copied!