ঢাকা রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪

নিষিদ্ধ ছাত্রলীগ চিহ্নিত করতে ঢাবিতে তথ্য-প্রমাণ সংগ্রহ

ঢাবি প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ২৯, ২০২৪, ০৩:০৯ পিএম

নিষিদ্ধ ছাত্রলীগ চিহ্নিত করতে ঢাবিতে তথ্য-প্রমাণ সংগ্রহ

ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের চিহ্নিত সন্ত্রাসীদের বিরুদ্ধে জুলাই অভ্যুত্থান চলাকালীন সংগঠিত সব অপরাধের সুস্পষ্ট তথ্য-প্রমাণ সংগ্রহ করা হবে। আজ সন্ধ্যা সাতটা থেকে নয়টা পর্যন্ত টিএসসিতে বুথ স্থাপন করে এসব তথ্য-প্রমাণ সংগ্রহ করা হবে। পাশাপাশি অনলাইন মাধ্যমেও এসব তথ্য দেওয়া যাবে।

সোমবার (২৯ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রেজওয়ান আহমেদ রিফাত এসব তথ্য জানান।

এছাড়া, কোনো নিরপরাধ মানুষ যেন হয়রানির শিকার না হয় সেই বিষয়েও দাবি তোলা হয়।

এসময় সমন্বয় রেজওয়ান আহমেদ রিফাত বলেন, আওয়ামী লীগের আমলে অজ্ঞাত মামলার মাধ্যমে অনেক নিরপরাধ ব্যক্তিকে হয়রানি করা হতো। বর্তমানেও এসব হচ্ছে। অনেকে যারা আন্দোলনের সাথে জড়িত ছিল তাদের গ্রেপ্তার করা হচ্ছে। যার ফলে এই বিপ্লবকে সমালোচনার মুখে ফেলা হচ্ছে।

তিনি বলেন, নিষিদ্ধ ছাত্রলীগ নেতারা এখনো সামাজিক যোগাযোগ মাধ্যমে সচল। অথচ তাদের গ্রেপ্তার করা হচ্ছে না। তিনি সরকারের কাছে আহ্বান জানান, নিরপরাধীদের হয়রানি না করে, সুস্পষ্ট তথ্য-প্রমাণের ভিত্তিতে যারা মূল অপরাধী তাদের গ্রেপ্তার করার জন্য।

আরবি/ এইচএম

Link copied!