ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪

জাবি ইয়ুথ জার্নালিস্ট ফোরামের সভাপতি হাসান, সম্পাদক ওয়াজহাতুল

জাবি প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ২, ২০২৪, ০২:১২ পিএম

জাবি ইয়ুথ জার্নালিস্ট ফোরামের সভাপতি হাসান, সম্পাদক ওয়াজহাতুল

ছবি: রূপালী বাংলাদেশ

ইয়ুথ জার্নালিস্টস ফোরাম বাংলাদেশের (ওয়াইজেএফবি) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখার ২০২৪-২৫ বর্ষের নতুন কমিটি গঠিত হয়েছে। নবগঠিত কমিটিতে বার্তা২৪-এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মাহমুদুল হাসানকে সভাপতি ও দৈনিক জনকণ্ঠের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ওয়াজহাতুল ইসলামকে সাধারণ সম্পাদক মনোনীত করে ১৫ সদস্যের কমিটি ঘোষণা করা হয়েছে।

শনিবার (২ নভেম্বর) ইয়ুথ জার্নালিস্টস ফোরাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক ইসরাফিল হোসাইন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি জোবায়ের আহমেদ (ডিবিসি নিউজ), যুগ্ম-সাধারণ সম্পাদক বায়েজিদ হাসান রাকিব (ইনকিলাব), সাংগঠনিক সম্পাদক রাহাত চৌধুরী (প্রতিদিনের সংবাদ), কোষাধ্যক্ষ মাহ্ আলম (ডেইলী অবজারভার), দপ্তর সম্পাদক এস এম তাওহীদ (বাংলা ট্রিবিউন), আইসিটি ও সমাজকল্যান সম্পাদক ওসমান সরদার (যায়যায়দিন), প্রশিক্ষণ সম্পাদক বোরহান রাব্বানী (রাইজিং ক্যাম্পাস) এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক আহসান হাবীব (রাইজিং বিডি)।

এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে আছেন, ফারুক হোসেন (দ্য ডেইলি  ক্যাম্পাস), রবিউল ইসলাম (ঢাকা টাইমস), নাইম খান (দৈনিক প্রবাসীর দিগন্ত), সজীবুর রহমান সজীব (বাহান্ন নিউজ), মুজাহিদুল ইসলাম মাহির (লাস্ট নিউজ বিডি)। আর কমিটিতে উপদেষ্টা হিসেবে আছেন মো. ইউসুফ জামিল এবং ফাহিম আহমেদ মন্ডল।

আরবি/এফআই

Link copied!