জাবি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রকাশ্যে গাঁজা সেবনরত অবস্থায় দুই কর্মচারীসহ এক বহিরাগতকে আটক করেছে প্রক্টরিয়াল টিম। রবিবার (৩ নভেম্বর) সন্ধ্যা ছয়টায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলের সামনে শান্তি নিকেতন নামক স্থানে গাঁজা সেবনকাল তাদের আটক করে শিক্ষার্থীরা। পরে প্রক্টরিয়াল বডির হাতে তুলে দেয়া হয়।
আটক ব্যক্তিরা হলেন- শহীদ রফিক-জব্বার হলের ডাইনিং বয় মো. আবু ইউসুফ, মীর মশাররফ হোসেন হলের ডাইনিং বয় নাসিমুল হক বাবু এবং বহিরাগত সজীব ইসলাম।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, অভিযুক্তরা শান্তি নিকতনে বসে গাঁজা সেবন করছিলেন। এসময় কয়েকজন শিক্ষার্থী এসে পরিচয় জানতে চাইলে বাকবিতণ্ডায় জড়ান। একপর্যায়ে শিক্ষার্থীদের খবরে প্রক্টররিয়াল টিম এসে ঘটনাস্থল থেকে অভিযুক্তদের আটক করে।
এ বিষয়ে প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল ইসালম বলেন, `মাদকের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতি অবলম্বন করছি। বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরের কোনো ছাত্র বা বহিরাগত মাদকের সাথে পাওয়া যায় তাহলে বিশ্ববিদ্যালয়ের অ্যাক্ট অনুযায়ী ও বাংলাদেশ আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।`
তিনি আরও বলেন, `অভিযুক্তদের নিরাপত্তা সেলে নেওয়া হবে। ইতোমধ্যে পুলিশকে খবর দেওয়া হয়েছে। রাষ্ট্রীয় আইনেও তাদের বিচার হবে।
আপনার মতামত লিখুন :