ঢাকা বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪

আ.লীগের ডাকা কর্মসূচির প্রতিবাদে জবিতে অবস্থান ছাত্রদলের

জবি প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ১০, ২০২৪, ০২:৩৮ পিএম

আ.লীগের ডাকা কর্মসূচির প্রতিবাদে জবিতে অবস্থান ছাত্রদলের

ছবি, রূপালী বাংলাদেশ

জবি: শহীদ নূর হোসেন দিবসে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে অবস্থান কর্মসূচি করছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল । রবিবার (১০ নভেম্বর) শহীদ নূর হোসেন দিবসকে কেন্দ্র করে আওয়ামী লীগের দেওয়া কর্মসূচির প্রতিবাদে ক্যাম্পাসে বিক্ষোভ কর্মসূচি পালন করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল। 

এসময় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান আসলাম ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক সুজন মোল্লার নেতৃত্বে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে  বিক্ষোভ মিছিল বের করে ছাত্রদল।

বিশ্বিবদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক সুজন মোল্লা বলেন" বিগত ১৬ বছরে যে গণহত্যা চালিয়েছে ছাত্রলীগ,যুবলীগ, আওয়ামীলীগের খুনিদের ধরে উত্তম মধ্যম দিয়ে প্রশাসনের হাতে ধরিয়ে দিতে  এবং  খুনি হাসিনার প্রোপাগান্ডার প্রতিবাদ করতে গতরাতে এই পুরান ঢাকার প্রতিটি অলিতে গলিতে আমরা অবস্থান নিয়েছি।

তিনি আরো বলেন " হাসিনা এত পরিমান অপকর্ম করছে,গত ১৬ বছরে বিএনপি ও সাধারণ জনগণের উপর হামলা চালিয়ে ও গত জুলাই বিপ্লবে প্রায়  ৫০০০ মত লোককে গণহত্যা করছে। এই গণহত্যাকে সংগঠিত করে,তার দোসর বাহিনীকে রেখে বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে। বাংলাদেশকে অস্থিতিশীল করতে এত লোকের হত্যার দায় না নিয়ে সে এখন বাংলাদেশে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করার চেষ্টায় আছে। আমরা জাতীয়তাবাদী ছাত্রদল খুনি হাসিনার প্রোপাগাণ্ডা বাস্তবায়ন হতে দিবো না। সেই লক্ষেই আমরা অবস্থান কর্মসূচি পালন করছি"।

এ অবস্থান কর্মসূচিতে শাখা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সিনিয়র সহ-সভাপতি মেহেদী হাসান হিমেল, সহসভাপতি ইব্রাহিম কবির মিঠুসহ অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরবি/এস

Link copied!