ঢাকা রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪

জবির আন্দোলন ঘিরে গুজব ছড়ানো হয়েছে নাহিদকে নিয়ে

জবি প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ১৩, ২০২৪, ০১:৫৮ পিএম

জবির আন্দোলন ঘিরে গুজব ছড়ানো হয়েছে নাহিদকে নিয়ে

ছবি, রূপালী বাংলাদেশ

জবি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চলমান হল আন্দোলনকে কেন্দ্র করে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলামকে নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে।

ভিডিওতে দেখা যায়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ‍‍`সব শালারা বাটপার, আর্মি হবে ঠিকাদার ‍‍` বলে স্লোগান দিচ্ছে। এসময় আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে কথা বলতে সচিবালয়ের সামনে আসেন উপদেষ্টা নাহিদ। ভিডিওটি এমন ভাবে উপস্থাপন করা হয়েছে যে দেখে মনে হচ্ছে স্লোগানটি নাহিদকে উদ্দেশ্য করে বলা হচ্ছে।

শিক্ষার্থীরা জানান, এই স্লোগান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলন শুরু হওয়ার পর থেকেই দিয়ে আসছিলো। মূলত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে উদ্দেশ্য করে এই স্লোগান দেওয়া হয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন দীর্ঘদিন ধরে হলের কাজ কচ্ছপ গতিতে করছিল।

এছাড়া জবির পিডির বিরুদ্ধে বিভিন্ন দূর্নীতির অভিযোগ করেন শিক্ষার্থী। তারা জানান,এই দূর্নীতিবাজ পিডিসহ জবির সকল অনিয়মের বিরুদ্ধে বলা হয়েছিলো সব শালারা বাটপার, আর্মি হবে ঠিকাদার। তারা জানান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা চান তাদের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর মাধ্যমে বাস্তবায়ন হোক।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রায়হান রাব্বী বলেন, আমরা এই স্লোগান তো আমাদের বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে দিয়েছি। নাহিদ ভাই বরং আমাদের সমস্যা সমাধান করতে আমাদের কাছে এসেছিলেন। কিন্তু পালিয়ে থাকা আওয়ামী লীগ এর নেতাকর্মীরা এসব তথ্য এডিট করে ভুল ভানে উপস্থাপন করছে। আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে।

আরবি/এস

Link copied!