ঢাকা শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪

জাবির সঙ্গে এসিসিএ’র সমঝোতা চুক্তি স্বাক্ষরিত

জাবি প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ১৩, ২০২৪, ০৪:৫৫ পিএম

জাবির সঙ্গে এসিসিএ’র সমঝোতা চুক্তি স্বাক্ষরিত

ছবি, রূপালী বাংলাদেশ

জাবি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে এসিসিএ-এর সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বুধবার (১৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়-এর প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে এ সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পক্ষে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবদুর রব এবং এসিসিএ-এর পক্ষে এসিসিএ’র বাংলাদেশের কান্ট্রি হেড প্রমা তাপসী খান চুক্তিতে স্বাক্ষর করেন।

এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. নিগার সুলতানা, একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সভাপতি মো. সোহেল রানা, সহকারী অধ্যাপক তানজিলা সুলতানা, মেহেদী হাসান, প্রভাষক শুভ হাওলাদার, এসিসিএ বাংলাদেশ এর বিজনেস রিলেশনশিপ  এ•িকিউটিভ মাইশা নানজিবা মূসাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এই সমঝোতা স্মারক চুক্তির আওতায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা পেশাজীবনে জ্ঞান এবং দক্ষতা বৃদ্ধিতে এসসিএি-এর বিভিন্ন লার্নিং রিসোর্স ব্যবহারের সুযোগ পাবেন। চুক্তির আওতায় মার্কেটিং ক্যাম্পেইন ও কৌশল তৈরি, এসিসিএ-এর বিভিন্ন প্রশিক্ষণ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, শিক্ষার্থীদের অ্যাকাউন্টেসি ও ফাইন্যান্স পেশায় সফল করতে প্রশিক্ষণ পরিচালনা, দক্ষতা বৃদ্ধির মাধ্যমে চাকরির জন্য যোগ্য করে তোলা, প্রতিষ্ঠান ও পেশাজীবীদের সাথে পারস্পরিক নেটওয়ার্ক বৃদ্ধিতে যৌথভাবে কাজ করবে।

আরবি/এস

Link copied!