ঢাকা রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪

যৌন হয়রানির মিথ্যা অভিযোগের বিরুদ্ধে ব্যবস্থা নেব: রাবি অধ্যাপক

রাবি প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ১৩, ২০২৪, ০৭:৫০ পিএম

যৌন হয়রানির মিথ্যা অভিযোগের বিরুদ্ধে ব্যবস্থা নেব: রাবি অধ্যাপক

ছবি : রূপালী বাংলাদেশ

যৌন হয়রানির মিথ্যা অভিযোগের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক মোহা. এনামুল হক। মঙ্গলবার (১২ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ৫৩৪তম সিন্ডিকেট সভায় তার বিরুদ্ধে আনীত অভিযোগ থেকে অব্যাহতি পাওয়ার প্রেক্ষিতে এই বিষয়টি জানান তিনি।

অধ্যাপক এনামুল হক বলেন, আমার বিরুদ্ধে আনীত যৌন হয়রানির অভিযোগ পুরোপুরি মিথ্যা এবং উদ্দেশ্য প্রণোদিত ছিল। আমাকে হেনস্তা করার উদ্দেশ্যেই এ অভিযোগ আনা হয়। এছাড়া যেই অভিযোগ সেল ছিল, সেটি ছিল একটি নির্দিষ্ট গোষ্ঠীর হাতে জিম্মি। যৌন নিপীড়ন ছেলের একজন সদস্য নিজেই এখন যৌন হয়রানির অভিযোগে বিভাগ থেকে অব্যাহতি পেয়েছেন। আমার বিরুদ্ধে এই মিথ্যা অভিযোগ প্রমাণিত হয়নি এবং আমাকে ইমোমধ্যে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আমি অভিযোগকারীদের বিরুদ্ধে যথাযথ আইনী প্রক্রিয়ায় পদক্ষেপ নিব এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন এই বিষয়ে আইনানুযায়ী ব্যবস্থা নিবে।

শিক্ষার্থীদের একটি অংশকে বিশেষ সুবিধা দিয়ে চাপ প্রয়োগ করে অভিযোগ থেকে অব্যাহতি পেয়েছেন কিনা প্রশ্নের জবাবে ড.এনামুল হক জানান, এটি আমার বিরুদ্ধে আরেকটি মিথ্যা অভিযোগ। আমি শিক্ষার্থীদের কখনোই এই ধরনের কোনো সুবিধা দেই নি। শিক্ষার্থীরা আমাকে আমার একাডেমিক কাজের জন্য ভালোবেসে এবং শ্রদ্ধা করে আমাকে দায়িত্বে পূনর্বহালের দাবি জানিয়েছিল। আমি যাতে দায়িত্বে ফিরতে না পারি এবং অভিযোগ থেকে অব্যাহতি না পাই তাই এইধরনের কথা ছড়ানো হয়েছে।

গতবছর বিভাগের সহকর্মীর সঙ্গে অশালীন আচরণের অভিযোগে বিশ্ববিদ্যালয়ের ৫২৫তম সিন্ডিকেট সভায় অধ্যাপক এনামুল হককে সকল ধরনের অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম থেকে দুই বছরের জন্য অব্যাহতি দিয়েছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন।

তবে মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ৫৩৪তম সিন্ডিকেট সভায় তাঁর বিরুদ্ধে আনীত অভিযোগ অধিকতর পর্যালোচনা করে যৌন হয়রানি ও নিপীড়ণ নিরোধ বিষয়ক ‍‍`অভিযোগ কমিটি‍‍`-এর রিপোর্টের আলোকে তাকে যৌন হয়রানির অভিযোগ থেকে অব্যহতি দেয়া হয়।

এ বিষয় জানতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক সাদ আহমেদ বলেন, অধ্যাপক এনামুল হকের বিরুদ্ধে আনিতে অভিযোগটি পুনর্বিবেচনার জন্য গতকাল সিন্ডিকেট সভায় একটি কমিটি গঠন করা হয়। আলোচনা পর্যালোচনার পরে সে কমিটি যে প্রতিবেদন দিয়েছে তার প্রেক্ষিতে অভিযোগ থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে।

অভিযোগ থেকে অব্যাহতি দেওয়ায় সকল প্রকার একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমে অংশগ্রহণে আর কোন বাধা থাকছে না অধ্যাপক এনামুল হকের।

আরবি/ এইচএম

Link copied!