ঢাকা বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪

তিতুমীরে অনির্দিষ্টকালের জন্য ‘ক্লোজ ডাউন’ কর্মসূচি ঘোষণা

রূপালী ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ১৯, ২০২৪, ১০:১৯ এএম

তিতুমীরে অনির্দিষ্টকালের জন্য ‘ক্লোজ ডাউন’ কর্মসূচি ঘোষণা

ছবি: সংগৃহীত

অনির্দিষ্টকালের জন্য ‘ক্লোজ ডাউন’ কর্মসূচি ঘোষণা করেছে সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা।  তারা ঘোষনা দিয়ে বলেন, তিতুমীর কলেজ ক্যাম্পাসে আজ (মঙ্গলবার) থেকে কোনো পাঠদান ও পরীক্ষা চলবে না। সোমবার (১৮ নভেম্বর) রাতে এক সংবাদ সম্মেলনে তারা এ ঘোষণা দেন।

এসময় তারা প্রথমে সোমবারের মতোই রেল ও সড়কপথ আটকে আন্দোলন চালিয়ে যাওয়ার কর্মসূচি দিলেও পরে ওই কর্মসূচি প্রত্যাহারের কথা জানানো হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, সচিবালয় থেকে আগামীকাল মঙ্গলবার সংশ্লিষ্টরা বসে তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের বিষয়ে আলোচনা করবেন। তবে দাবি আদায় না হওয়া পর্যন্ত তিতুমীর কলেজে অনির্দিষ্টকালের জন্য ক্লোজ ডাউন কর্মসূচি পালিত হবে। মঙ্গলবারের মধ্যে বিশ্ববিদ্যালয় স্থাপনের বিষয়ে সিদ্ধান্ত না এলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা।
 

আরবি/জেআই

Link copied!