ঢাকা রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪
রাবিতে খেলা নিয়ে সংঘর্ষ

সাংবাদিককে মাররের ঘটনায় তদন্ত কমিটি গঠন

রাবি প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ১৯, ২০২৪, ০৪:৩৭ পিএম

সাংবাদিককে মাররের ঘটনায় তদন্ত কমিটি গঠন

ছবি: রূপালী বাংলাদেশ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ফুটবল খেলাকে কেন্দ্র করে মার্কেটিং ও আইন বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষ এবং সাংবাদিককে মারধরের ঘটনায় পৃথক দুইটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আজ মঙ্গলবার (১৯ নভেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক আখতার হোসেন মজুমদার।

গতকালকের দুই বিভাগের দু‍‍`দফার সংঘর্ষের ঘটনা তদন্ত করতে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন খানকে সভাপতি ও প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমানকে সদস্য সচিব করে ৭ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলো সহকারী প্রক্টর অধ্যাপক মুহাম্মদ রফিকুল ইসলাম, বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রের ভারপ্রাপ্ত প্রধান চিকিৎসক ডা. মাফরূহা সিদ্দিকা লিপি, শেরে বাংলা ফজলুল হক হল প্রাধ্যক্ষ অধ্যাপক মুহাম্মাদ শরীফুল ইসলাম, পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক এম খলিলুর রহমান ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক আবু রেজা।

জানতে চাইলে তদন্ত কমিটির সভাপতি উপ-উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন খান বলেন, ‍‍`কালকে কমিটির সকলকে নিয়ে আমরা প্রাথমিক ভাবে বসবো। যত দ্রুত তদন্ত কাজ সম্পন্ন করা যায় আমরা সেই চেষ্টা করবো। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।‍‍`

অন্যদিকে সংঘর্ষের প্রথম দফায় দায়িত্ব পালনকালে রাবি প্রেসক্লাবের সামনে থেকে দৈনিক বণিক বার্তা পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আবু সালেহ শোয়েবের উপর হামলা করা হয়। এ ঘটনা রাবি প্রেসক্লাব, সাংবাদিক সমিতি ও রিপোর্টার্স ইউনিটি যৌথভাবে একটি অভিযোগপত্র দায়ের করা হয়েছে।

অভিযোগপত্রে উল্লেখ করা হয়, রাবি প্রেসক্লাবের সামনে পেশাগত দায়িত্ব পালনে শোয়েব ভিডিও ধারণ করতেছিল। এ সময় মার্কেটিং বিভাগের প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী শোয়েবের দিকে তেড়ে এসে মারধর শুরু করে। এ ছাড়াও তাঁরা জোরপূর্বকভাবে শোয়েবের মুঠোফোনে ধারণকৃত ভিডিও মুছে দিতে বাধ্য করে। এমনকি সাংবাদিকতার পরিচয় পত্র দেখালে শিক্ষার্থীরা ছিড়ে ফেলে। এ সময় রাবি প্রেস ক্লাবের সভাপতিসহ একাধিক সহকর্মী এগিয়ে আসলে তাঁদেরকেও হেনস্থা করা হয় বলে পত্রে উল্লেখ করেছেন।

সাংবাদিক হেনস্থার ঘটনা তদন্ত করতে রাবি কলেজ পরিদর্শক অধ্যাপক এফ নজরুল ইসলামকে সভাপতি ও ছাত্র উপদেষ্টা সহযোগী অধ্যাপক আমিরুল ইসলাম কনককে সদস্য সচিব করে ৫ সদস্য বিশিষ্ট আরেকটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির অন্য সদস্য হলো- হোসেন শহীদ সোহরাওয়ার্দী হল প্রাধ্যক্ষ অধ্যাপক আরিফুল ইসলাম, মাদার বখশ হল প্রাধক্ষ অধ্যাপক শাহ্ হোসাইন আহমদ মেহদী ও সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক মুন্সী ইসরাইল হোসেন।

সাংবাদিক হেনস্থার বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব বলেন, ‍‍`সাংবাদিকদের উপরে হামলা ও তাঁদের হেনস্থা অত্যন্ত ন্যাক্কারজনক ঘটনা। এ ধরনের ঘটনা স্বাধীন সাংবাদিকতার উপরে বাধা ও স্বৈরাচারী আচরণ।‍‍`

সার্বিক বিষয়ে তিনি আরও বলেন, ‍‍`উভয় ঘটনাকে তদন্ত করতে পৃথক দু‍‍`টিতদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটিকে দ্রুততম সময়ের ভেতর দোষীদের চিহ্নিত করে রিপোর্ট প্রকাশ করার নির্দেশনা প্রদান করা হয়েছে। এ ঘটনায় দোষীদের বিশ্ববিদ্যালয়ের বিধিমালা অনুযায়ী শাস্তির আওতায় আনা হবে।‍‍`

প্রসঙ্গত, আন্ত:বিভাগ ফুটবল টুর্নামেন্টের খেলাকে কেন্দ্র করে সোমবার বিকেল থেকে রাত সোয়া আটটা পর্যন্ত দুই দফায় আইন ও মার্কেটিং বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আইন বিভাগের শিক্ষক মাহফুজুর রহমানসহ দুই বিভাগের ৩৩জন শিক্ষার্থী আহত হন।
 

আরবি/জেডআর

Link copied!