ঢাকা বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর, ২০২৪

আবেদন ফি ২০০ টাকা করাসহ ৪ দফা দাবিতে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

ঢাবি প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ২, ২০২৪, ০৮:৫১ পিএম

আবেদন ফি ২০০ টাকা করাসহ ৪ দফা দাবিতে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

ছবি: রূপালী বাংলাদেশ

সরকারি সকল চাকরির আবেদন ফি কমিয়ে ২০০ টাকা করাসহ চার দফা দাবি আগামীকাল মঙ্গলবারের মধ্যে পূরণ না হলে বুধবার (৪ ডিসেম্বর) কঠোর কর্মসূচির ঘোষণা দেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

রোববার (২ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে সংবাদ সম্মেলনে তারা এই ঘোষণা দেন।

সরকারি কর্ম কমিশনের (পিএসসি) পরীক্ষার আবেদন ফি কমানোর প্রতিক্রিয়া জানিয়ে সংবাদ সম্মেলনে ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা বলেন– শুধু পিএসসি নয়, সকল সরকারি চাকরির আবেদন ফি ২০০ টাকা করতে হবে।

তিনি অভিযোগ করেন, বৈষম্যের বিরুদ্ধের কথা বলে শুধু পিএসসিতে আবেদন ফি কমানোর মাধ্যমে সরকার বৈষম্য করছে। এসময় তারা অন্তর্বর্তী সরকারের কাছে স্বচ্ছ ও গতিশীল নিয়োগ ব্যবস্থা তৈরির মাধ্যমে দ্রুত শূন্য পদ গুলোতে নিয়োগের দাবি জানান।

বিন ইয়ামিন মোল্লা তাদের চার দফা দাবি ও ৩ দিনের আল্টিমেটামের কথা তুলে ধরে অভিযোগ করেন, আল্টিমেটাম শেষ হতে চললেও উল্লেখযোগ্য কোনো অগ্রগতি দেখতে পাচ্ছেন না তারা। তাই হুঁশিয়ারি দেন কঠোর কর্মসূচির।

এর আগে, বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষার আবেদন ফি ৭০০ টাকা থেকে কমিয়ে ৩৫০ টাকা নির্ধারণে জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠায় পিএসসি। একইসঙ্গে, বিসিএসের ভাইভা বা মৌখিক পরীক্ষায় ২০০ নম্বরের পরিবর্তে ১০০ নম্বর নির্ধারণের প্রস্তাব করা হয়।

আরবি/ এইচএম

Link copied!