ঢাকা শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫

প্রকাশ্যে ইসলামি ছাত্রশিবির নোবিপ্রবি শাখা

নোবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ৬, ২০২৪, ০৪:১৭ পিএম
ছবি: রূপালী বাংলাদেশ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়ার মাধ্যমে প্রকাশ্যে এলো বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির নোবিপ্রবি শাখা।

নোয়াখালী মাইজদী শহরের স্বনামধন্য একটি কনভেনশন হলে ৩০০ নবীন শিক্ষার্থীদের নিয়ে নবীন বরণ অনুষ্ঠানের মাধ্যমে প্রকাশ্যে আসেন তারা। তবে এখন পর্যন্ত নোবিপ্রবি শাখা ছাত্রশিবিরের সভাপতি ও সেক্রেটারি কিংবা কমিটির সদস্যদের নাম জানা যায় নি।

উল্লেখ্য, গত ৯ নভেম্বর (শনিবার) আনুমানিক বিকাল ৫টা ৩০ মিনিট সময় ফেসবুক পেজে কভার ফটো আপলোডের মাধ্যমে ছাত্রশিবিরের নোবিপ্রবি শাখা ভার্রচুয়ালি আত্নপ্রকাশ করে।