ঢাকা বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪

নেতাকর্মীদের মুক্তির দাবিতে জবি ছাত্রদলের মানববন্ধন

জবি প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ১০, ২০২৪, ০৬:৪১ পিএম

নেতাকর্মীদের মুক্তির দাবিতে জবি ছাত্রদলের মানববন্ধন

ছবি, রূপালী বাংলাদেশ

বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সম্মুখে গুমের শিকার সকল নেতাকর্মী ও নাগরিকদের মুক্তির দাবিতে এবং আওয়ামী লীগ ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্মম হত্যাকাণ্ড বা নির্যাতনের শিকার নেতাকর্মীদের নিপীড়নের যথাযথ বিচারের দাবিতে মানববন্ধন করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল।

মঙ্গলবার (১০ ডিসেম্বর ) বেলা ১২ টায় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে মানববন্ধন করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল। 

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির বলেন, “জুলাই-আগস্ট এর ছাত্র জনতার গণঅভ্যুত্থান ১০০ এরও বেশি ছাত্রদল নেতাকর্মী নিহত হয়েছে । এবং এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য জননেত্রী খালেদা জিয়া গত ১৫ বছর যাবৎ যে সংগ্রাম করে গেছে এই ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে প্রাথমিক ভাবে তা সফল হয়েছে । তিনি বলেন, গত ১৫ বছরে বাংলাদেশে সব থেকে নির্যাতিত ও গণত্রন্ত নিষ্পেষিত সংগঠন ছিলো বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল । আমাদের এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের ৩ জন নেতাকর্মী এখনও পর্যন্ত গুম হয়ে আছে।আমাদের সহযোদ্ধা আলামিন, রানা,রাসেল ভাই এখনও তাদের খোঁজ আমরা পাইনি ।

এর আগে আমরা দেখেছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহসভাপতি ওমর ফারুক কাউসার ভাইকে দীর্ঘদিন গুম রেখে কিভাবে অমানবিক নির্যাতন করা হয়েছে । আজকের আই আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে আমরা বলে দিতে চাই ৫ ই আগস্ট এর পরবর্তীতে বাংলাদেশে একটি ইতিবাচক রাজনীতির শুভসূচনা হয়েছে এবং আই ইতিবাচক রাজনীতিকে স্বাগত জানিয়ে আমাদের জাতীয়তাবাদী দল এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ছাত্রদেরকে প্রধান্য দিয়ে বাংলাদেশে একটি সুস্থ ছাত্র রাজনীতি চালু করার জন্য বাংলাদেশের প্রত্যেকটি শিক্ষার্থীদেরকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এর অংশীদার করার সিদ্ধান্ত নিয়েছে ।” 

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল সভাপতি মো.আসাদুজ্জামান আসলাম বলেন, আওয়ামী ফ্যাসিস্ট সরকার প্রত্যাকটা সেক্টরে মানবাধিকার লঙ্ঘন করেছে। আওয়ামী লীগের বিভিন্ন সংগঠন প্রত্যাকটা শিক্ষা প্রতিষ্ঠানকে সন্ত্রাসীদের অভয়ারণ্য বানিয়ে রেখেছিলেন। ছাত্রদলের নেতৃত্বে সকল শিক্ষা প্রতিষ্ঠান হবে সন্ত্রাস মুক্ত। 

জগন্নাথ বিশ্ববলের সাধারণ সম্পাদক সুজন মোল্লা বলেন, এতদিন আমাদের বাক-স্বাধীনতা ছিলো না। বাংলাদেশকে তারা কারাগার বানিয়ে দিয়েছিলো। বিগত দিনে গুম হয়ে যাওয়া আসাদুজ্জামান রানা , মাজহারুল ইসলাম সহ গুম হয়ে যাওয়া মানুষ গুলোর পরিবার কতটা কষ্ট বহন করতেছে। 

মানববন্ধনে বিভিন্ন বিভাগের শিক্ষক, ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি ইব্রাহিম কবির মিঠু, যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান হিমেল, সাংগঠনিক সম্পাদক সামছুল আরেফিনসহ শাখা ছাত্রদলের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Link copied!