ঢাকা রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫

রাবিতে ‍‍`চিহ্ন‍‍‍‍` রজতজয়ন্তী উৎসব কাল

রাবি প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০২৫, ০৩:৪২ পিএম

রাবিতে ‍‍`চিহ্ন‍‍‍‍` রজতজয়ন্তী উৎসব কাল

ছবি: সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) লিটলম্যাগ ‍‍`চিহ্ন‍‍`র ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে রজতজয়ন্তী উৎসব অনুষ্ঠিত হবে আগামীকাল শনিবার। 

এদিন সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্র (টিএসসিসি) প্রাঙ্গণে অনুষ্ঠানের উদ্বোধন করবেন কবি জুলফিকার মতিন।

চিহ্ন‍‍`র প্রধান অধ্যাপক শহীদ ইকবাল জানিয়েছেন, পত্রিকাটির রজতজয়ন্তী উৎসব উপলক্ষ্যে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানের শুরুতেই থাকবে প্রীতিসমাবেশ ও প্রতঃরাশ। পরে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন চিহ্ন‍‍`প্রধান অধ্যাপক শহীদ ইকবাল। এসময় উদ্বোধনী বক্তব্য দেবেন অনুষ্ঠানের উদ্বোধক কবি জুলফিকার মতিন। 

এরপর দিনের প্রথম অধিবেশন শুরু হবে বেলা সাড়ে ১১টায়। দুপুর দেড়টা পর্যন্ত এ অধিবেশনে চলবে লেখকের গল্প। অধিবেশনটি সঞ্চালনা করবেন শেখ নাজমুল হাছান। দুপুর আড়াইটা থেকে শুরু হবে ‍‍`কবিতার গল্প: মাটির আর রক্তের কর্কশ শব্দ‍‍`। এটি সঞ্চালনা করবেন রজতজয়ন্তী উদযাপন পর্ষদের আহবায়ক অধ্যাপক আবুল ফজল। এরপর বিকেল ৪টায় শুরু হবে ‍‍`চিহ্নের ২৫ বছর: আর কতোটা দূর‍‍` শীর্ষক তৃতীয় অধিবেশন। এ অধিবেশনটির প্রস্তাবনা ও সঞ্চালনায় থাকবেন নাজমুল হাসান। 

উল্লেখ্য, ছোটকাগজের চেতনা নিয়ে ২০০১ সালের এপ্রিলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক শহীদ ইকবালের সম্পাদনায় প্রথম প্রকাশ হয় ‘চিহ্ন’। পত্রিকাটির স্লোগান ‍‍`চিত্তের প্রসারতা, মস্তিষ্কের মুক্তি‍‍`। এরপর নানা চড়াই-উতরাই পেরিয়ে প্ৰায় দুই দশক ধরে নিয়মিত প্রকাশিত হচ্ছে। পত্রিকাটি ২০১১ সালে দেশ-বিদেশের লেখক-পাঠক-সম্পাদকদের নিয়ে প্রথমবারের মতো আয়োজন করে ‍‍`চিহ্নমেলা‍‍`। এরই ধারাবাহিকতায় ২০১৩ সাল থেকে প্রতি তিন বছর পরপর নিয়মিত এই মেলা অনুষ্ঠিত হচ্ছে। সর্বশেষ ২০২২ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ড. মু. শহীদুল্লাহ একাডেমিক ভবন প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় ‍‍`চিহ্নমেলা‍‍`র পঞ্চম আসর।

আরবি/জেডআর

Link copied!