জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নওয়াব ফয়জুন্নেসা হল থেকে বহিরাগত এক যুবক আটক করা হয়েছে। আটক যুবকের নাম আশরাফুল আলম পারভেজ।
তিনি চট্টগ্রামের আগ্রাবাদের বাসিন্দা। হিম উৎসবে অংশ নিতে এসে ওই হলের একটি আবাসিক কক্ষে প্রবেশ করেন তিনি।
শনিবার (১৮ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে একটি ছাত্রীর কক্ষে সন্দেহজনকভাবে প্রবেশ করার সময় অন্যান্য ছাত্রীরা বিষয়টি লক্ষ্য করে সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে।
পরে পারভেজকে আটক করে হল প্রভোস্ট ও প্রক্টরিয়াল বডির উপস্থিতিতে পুলিশে সোপর্দ করা হয়। আটক পারভেজ দাবি করেন, তিনি ওই ছাত্রীর ভালো বন্ধু।
ওই ছাত্রী জানান, রাতে থাকার জায়গা না থাকায় তিনি তাকে হলে নিয়ে এসেছিলেন। তবে, অভিযুক্ত ছাত্রীর স্বামী তাকে চিনেন না বলে জানিয়েছেন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম জানান, পারভেজের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে এবং অভিযুক্ত ছাত্রীও শাস্তির মুখোমুখি হবেন।
আপনার মতামত লিখুন :