ঢাকা শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫

ববিতে ছাত্রদলের প্রচারণা, শিক্ষার্থীদের বিক্ষোভ

ববি প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২৩, ২০২৫, ১০:৪৯ পিএম

ববিতে ছাত্রদলের প্রচারণা, শিক্ষার্থীদের বিক্ষোভ

ফাইল ছবি

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ছাত্র রাজনীতি নিষিদ্ধ থাকা সত্ত্বেও ক্যাম্পাস ছাত্রদলের রাজনৈতিক প্রচারণার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সন্ধ্যা সাতটায় বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু ও শেরে বাংলা হল ঘুরে গ্রাউন্ড ফ্লোরে এসে এ বিক্ষোভ মিছিল শেষ হয়।

এ সময় তারা নিত্য নতুন স্বৈরাচার, ববিয়ানরা চায় না। ববিয়ানরা চায় কি, বাকসু ছাড়া আর কি!, ক্যাম্পাসে রাজনীতি কেনো প্রশাসন জবাব চাই। স্বৈরাচারের ঠিকানা এই ক্যাম্পাসে হবে না, ক্যাম্পাসে রাজনীতি মানিনা মানবো না, শিক্ষার্থীরা চায় কি, বাকসু ছাড়া আর কি, আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দিবো না। ছাত্র-জনতা এক হও, স্বৈরাচার রুকে দাও। ক্যাম্পাসে স্বৈরাচার কেনো প্রশাসন জবাব চাই ইত্যাদি স্লোগান দিতে থাকে।

বিক্ষোভকারীরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন, ক্যাম্পাসে সকল ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ থাকা সত্ত্বেও ছাত্রদলের এই প্রচারণা কীভাবে সম্ভব হচ্ছে, তা জানতে চান তারা।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বরিশাল মহানগর এর আহ্বায়ক শহিদুল ইসলাম শাহেদ বলেন, সাধারণ শিক্ষার্থীদের মতামতের সাথে ঐক্যমত পোষণ করে ছাত্ররাজনীতি নিষিদ্ধ করা হয়। কিন্তু আমরা দেখতেছি গত পাঁচ মাস ধরে বেশিরভাগ রাজনৈতিক ছাত্রসংগঠনগুলো এই আইনকে সম্মান দেখিয়ে ক্যাম্পাসে রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ রেখেছে কিন্তু দুঃখজনকভাবে ছাত্রদল বিশ্ববিদ্যালয়ের বিধি লঙ্ঘ করে ক্যাম্পাসে রাজনৈতিক কর্মকাণ্ড চালু রেখেছে। আমরা এর তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

তিনি আরও বলেন, বৈষম্যবিরোধী ছাত্র সাধারণ শিক্ষার্থীদের মতামত উপেক্ষা করে আমাদের সংগঠনের ব্যানারে কখনো কখনো কোনো কার্যক্রম ক্যাম্পাসে পরিচালনা করবে না।

প্রসঙ্গত, শেখ হাসিনা সরকারের পতনের পর গত ১১ আগস্ট শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের ৮৫তম (বিশেষ) সভায় সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীর সকল প্রকার রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। একই সাথে সব ধরনের রাজনীতিও নিষিদ্ধ করা হয়েছে।

আরবি/ এইচএম

Link copied!