ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা শনিবার (২৫ জানুয়ারি) অনুষ্ঠিত হয়েছে। এসব পরীক্ষায় বৈষম্যবিরোধী আন্দোলন, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, শহীদ আবু সাঈদ, তত্ত্বাবধায়ক সরকার ও ড. মুহাম্মদ ইউনূস সম্পর্কিত প্রশ্ন করা হয়েছে।
এ ছাড়াও গত ৫ আগস্ট শেখ হাসিনার শাসন পতনের একটি বর্ণনা নিয়েও লিখিত অংশে একটি ইংরেজি অনুচ্ছেদ অনুবাদ করতে বলা হয়েছে। ড. ইউনূসের উদ্যোগে চালু হওয়া বিশ্বব্যাপী ‘থ্রি জিরো’ আন্দোলন নিয়েও প্রশ্ন এসেছে।
শনিবার (২৫ জানুয়ারি) দেশব্যাপী আটটি বিভাগীয় শহরে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। এদিন বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত পরীক্ষা চলে। আরেকটি প্রশ্ন ছিল ‘তিন শূন্য তত্ত্বের অন্তর্ভুক্ত নয় কোনটি? উত্তর হিসেবে চারটি বিকল্প রাখা হয়, ‘শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব, শূন্য নেট কার্বন নির্গমন, শূন্য ক্ষুধা’।
আরেকটি প্রশ্নে এসেছে, ‘জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ আবু সাঈদকে নিয়ে অঙ্কিত শিল্পকর্মের নাম কী?’ উত্তর হিসেবে চারটি নাম ছিল, ‘উন্নত মম শির, অকুতোভয়, বিদ্রোহী, নাকি দুরন্ত’। উল্লেখ্য, আবু সাঈদের স্মরণে নির্মিত শিল্পকর্মটি হলো, ‘উন্নত মম শির’, চিত্রকলা অঙ্কন করেছেন শিল্পী শহীদ কবির।
লিখিত অংশে একটি ইংরেজি অনুচ্ছেদ বাংলায় অনুবাদ করতে বলা হয়। অনুচ্ছেদটি গত ৫ আগস্ট তৎকালীন শেখ হাসিনা সরকারের পতনের বর্ণনা নিয়ে।
এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবন পরীক্ষাকেন্দ্র পরিদর্শন শেষে উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ বলেন, সুষ্ঠুভাবে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। কোনো অভিযোগ পাননি।
আটটি বিভাগীয় শহরের পরীক্ষায় মোট ১ লাখ ২৫ হাজার ৫০০ শিক্ষার্থী আবেদন করেছেন এবং প্রতিটি আসনের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৪৩ জন শিক্ষার্থী।
আপনার মতামত লিখুন :