ডিআইইউ‍‍`র প্রতিষ্ঠাতা ড. মফিজুল ইসলাম পাটোয়ারীর ২১তম মৃত্যুবার্ষিকী আজ

রাকিবুল ইসলাম, ডিআইইউ প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২৫, ০১:০৯ পিএম

ডিআইইউ‍‍`র প্রতিষ্ঠাতা ড. মফিজুল ইসলাম পাটোয়ারীর ২১তম মৃত্যুবার্ষিকী আজ

ছবি: সংগৃহীত

বিশিষ্ট আইনবিদ, মানবাধিকার বিজ্ঞানী, শিক্ষাবিদ ও বহু গ্রন্থের প্রণেতা অধ্যাপক ড. মফিজুল ইসলাম পাটোয়ারীর ২১তম মৃত্যুবার্ষিকী আজ। ২০০৪ সালের ৬ ফেব্রুয়ারি তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

আইনশাস্ত্রে অনন্য অবদান রাখা এই বরেণ্য ব্যক্তিত্ব ছিলেন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। পাশাপাশি, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ও চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন।

ড. মফিজুল ইসলাম পাটোয়ারী শুধু একজন আইনজ্ঞ নন, ছিলেন একনিষ্ঠ মানবাধিকার গবেষকও। লন্ডন স্কুল অব ইকোনমিক্সের অধীনে মানবাধিকার বিষয়ে গবেষণা করে আন্তর্জাতিক পর্যায়ে সুনাম অর্জন করেন তিনি। তার লেখা ২০টি গ্রন্থ এবং ৩৫টিরও বেশি প্রবন্ধ দেশে-বিদেশে সমাদৃত হয়েছে।

আইন ও মানবাধিকারের পাশাপাশি শিক্ষা বিস্তারেও তার ভূমিকা ছিল অনন্য। তিনি একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন, যার মধ্যে উল্লেখযোগ্য—

•ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি

•ঢাকা টেকনিক্যাল ও ভোকেশনাল ইনস্টিটিউট

•ড. জেড আই চৌধুরী এগ্রিকালচার ট্রেনিং ও রিসার্চ সেন্টার (গাইবান্ধা)

•ড. এম আই পাটোয়ারী বালিকা উচ্চ বিদ্যালয়

•মল্লিকজান সরকারি প্রাথমিক বিদ্যালয়

•আব্দুল কাদের আদর্শ উচ্চ বিদ্যালয়

•বেলকা ডিগ্রি কলেজ (উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা সদস্য)

তার ২১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জের মনিরামস্থ বাসভবন এবং রংপুরের দেবী চৌধুরানীতে মিলাদ ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!