ঢাকা বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫

আইইউবির ২৫তম সমাবর্তনে সনদ পেলো ১৯৬৯ শিক্ষার্থী

রূপালী ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ৮, ২০২৫, ০৬:৩৫ পিএম
ছবি: রূপালী বাংলাদেশ

ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (আইইউবি)-এর ২৫তম সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে। যেখানে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের ১,৯৬৯ জন শিক্ষার্থীকে সনদ প্রদান করা হয়।

শনিবার (৮ ফেব্রুয়ারি ২০২৫) ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত আইইউবি ক্যাম্পাসে এই সমাবর্তন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এবারের সমাবর্তনে সনদপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে ১,৫৫০ জন স্নাতক এবং ৪১৯ জন স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থী ছিলেন। কৃতিত্বপূর্ণ ফল অর্জনকারী দুই স্নাতক শিক্ষার্থীকে চ্যান্সেলর্স গোল্ড মেডেল প্রদান করা হয়।

অনুষ্ঠানে বক্তারা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্যের প্রতিনিধি হিসেবে অনুষ্ঠানে সভাপতিত্ব এবং সনদ প্রদান করেন শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ড. এম আমিনুল ইসলাম।

সমাবর্তন বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। তিনি বলেন, “যদি কোনো দায়িত্ব নাও, সেটা সঠিকভাবে পালন করাই তোমার কর্তব্য। এমন কোনো পেশা বেছে নিও না, যা তোমার পছন্দ নয়। যেটা ভালো লাগে, সেটাই করো – কারণ জীবনে প্রকৃত তৃপ্তি তখনই আসবে, যখন তুমি তোমার কাজ উপভোগ করবে।”

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য অধ্যাপক ড. মোঃ সাইদুর রহমান বলেন, “উন্নতির মূল চাবিকাঠি লুকিয়ে আছে উদ্ভাবনের মাঝে। বাংলাদেশে ভবিষ্যৎ নির্ভর করছে কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিক্স, ডেটা সায়েন্স, নবায়নযোগ্য জ্বালানি ইত্যাদি ক্ষেত্রের যথাযথ প্রয়োগ ও নতুন সমাধান তৈরির সক্ষমতার ওপর।”

আইইউবির উপাচার্য অধ্যাপক ম. তামিম স্নাতকদের তিনটি পরামর্শ দেন: “জিজ্ঞাসু হও। শেখার কোনো শেষ নেই, এটি আজীবন চলতে থাকে। কৌতূহল ছাড়া শেখা সম্ভব নয়। ভবিষ্যতে তোমাদের দায়িত্ব হবে দেশ, পরিবার, সমাজ, এবং বিশ্ববিদ্যালয়ের প্রতি।"

অর্জন এবং পুরস্কৃতরা ভ্যালেডিক্টোরিয়ান নির্বাচিত হন চ্যান্সেলর্স গোল্ড মেডেলজয়ী ফার্মেসি বিভাগের সামিয়া আক্তার। অন্যান্য বিভাগেও অসাধারণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীরা পুরস্কৃত হন। সমাজসেবায় পুরস্কৃত হন উম্মুল ওয়ারা, নাফিসা তাবাস্‌সুম ও নাজরানা খান, এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডের জন্য সম্মাননা পান নাজরানা খান ও ফাহমিদা বিনতে আজাদ।

এছাড়া, স্পোর্টস অ্যাক্টিভিটিস অ্যাওয়ার্ড লাভ করেন শারমিন ইসলাম শ্রদ্ধা, তাশফিয়া তাসনিম তুবা ও জান্নাতুল মাওয়া মৌরী।

সমাবর্তনের শেষে সন্ধ্যায় আয়োজিত সাংস্কৃতিক পর্বে সঙ্গীত পরিবেশন করেন আইইউবির শিক্ষার্থীরা এবং জনপ্রিয় শিল্পী মিনার রহমান ও ব্যান্ডদল চিরকুট।

এছাড়া অনুষ্ঠানে আইইউবির সম্মানিত ট্রাস্টিবৃন্দ, অভিভাবক, শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।