ঢাকা শুক্রবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৫

প্রেম বঞ্চিত সংঘের ‘বৈষম্যবিরোধী প্রেম যাত্রা’

রূপালী ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৪, ২০২৫, ০৩:৪২ পিএম
ছবি: সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বৈষম্যবিরোধী প্রেম যাত্রা করেছে প্রেম বঞ্চিত সংঘ। এতে প্রেমের নামে বৈষম্যের প্রতিবাদ জানানো হয়। বিদেশি সংস্কৃতির বিরোধীতা করে ভ্যালেন্টাইনস ডে বিরোধী প্রচারণা করেছে দাওয়াহ কমিউনিটি। আজ শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ে এসব ঘটনা ঘটে।

প্রেম বঞ্চিত সংঘের সভাপতি শাহ পরান বলেন, পেশা-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের মাঝে প্রেমের সমান বন্টন থাক। এই প্রেম ব্যক্তির সঙ্গে প্রকৃতির কিংবা ব্যক্তির সঙ্গে পশু-প্রাণীরও হতে পারে। প্রেমের নামে যেকোন বৈষম্য নিপাত যান সেজন্যই আমাদের এই কর্মসূচি।

জানা গেছে, ১৪ ফেব্রুয়ারি দুপুরের দিকে বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেট থেকে বিক্ষোভ মিছিল বের করে প্রেম বঞ্চিত সংঘ। ক্যাম্পাস প্রদক্ষিণ করে একই স্থানে সমাবেশ হয় এবং প্রেমে বৈষম্য নিপাত চেয়ে গণস্বাক্ষরের আয়োজন করেন তারা। বৃক্ষরোপণ করে কর্মসূচি শেষ করা প্রেম বঞ্চিতরা।