তিতুমীর কলেজ ছাত্রদলের হল শাখার কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তিতুমীর কলেজ ছাত্রাবাসের আক্কাছুর রহমান আঁখি হল ও শহীদ মামুন হলের আংশিক পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
এতে আক্কাছুর রহমান আঁখি হল শাখার সভাপতি হয়েছেন মো. মাইন উদ্দিন তোহা আকন্দ এবং শহীদ মামুন হলের সভাপতি হয়েছেন মো. শাওন ফেরদৌস আফ্রিদি।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই আংশিক পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
আজ শনিবার (১৫ ফেব্রুয়ারি) কলেজ ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য সচিব (সাধারণ সম্পাদক) সেলিম রেজা রূপালী বাংলাদেশ এসব তথ্য নিশ্চিত করেছেন।
নবাগত আক্কাছুর রহমান আঁখি হলের সভাপতি মো. মাইন উদ্দিন তোহা আকন্দ বলেন, আমাকে হল শাখার সভাপতি ঘোষণা করায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির বিপ্লবী সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সেইসঙ্গে আমার রাজনৈতিক গুরু তিতুমীর কলেজ ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য সচিব (সাধারণ সম্পাদক) সেলিম রেজা ভাইকেও অসংখ্য ধন্যবাদ। সবাই দোয়া করবেন আমার রাজনীতি যেন নীতি ও আদর্শবান হয়।
এ বিষয়ে জানতে চাইলে শহীদ মামুন হলের সভাপতি মো. শাওন ফেরদৌস আফ্রিদি বলেন, আমাকে শহীদ মামুন হলের সভাপতি ঘোষণা করায় বাংলার ছাত্র সমাজের আইকন আমাদের নেতা ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ভাইকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। সেই সঙ্গে আমি যেন আমার উপর দায়িত্ব ও কর্তব্য সঠিকভাবে পালন করতে পারি এজন্য সকল শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতা কামনা করছি।
তিনি আরো বলেন, আমি যার হাত ধরে রাজনীতিতে এসেছি, যার অক্লান্ত পরিশ্রমে আমাকে একটি গুরুত্বপূর্ণ জায়গায় মনোনীত করা হয়েছে, এজন্য তিতুমীর কলেজ ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য সচিব সেলিম রেজা ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
আপনার মতামত লিখুন :