আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোকচিত্র প্রদর্শনী ও অমর একুশে কুইজ প্রতিযোগিতা আয়োজন করবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এই কর্মসূচির ঘোষণা দেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহবায়ক মেহেদী হাসান হিমেল ও সদস্য সচিব শামসুল আরেফিন।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহিদ দিবস উপলক্ষ্যে `আলোকচিত্র প্রদর্শনী ও অমর একুশে কুইজ প্রতিযোগিতা` আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা।
এতে আরো উল্লেখ করা হয় "জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অহংকার ভাষা শহিদ রফিকসহ ভাষা সৈনিকদের স্মরণ ও ইতিহাস চর্চায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে এগিয়ে দুপাশে আলোকচিত্র প্রদর্শনী এবং মাতৃভাষা চর্চায় সামাজিক যোগাযোগ প্রযুক্তি মাধ্যমে অমর একুশে কুইজ প্রতিযোগিতা` আয়োজন করছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল।
সকলকে বিশেষ ভাবে আমন্ত্রণ এবং `অমর একুশে কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য অনুরোধ জানানো হল।
আপনার মতামত লিখুন :