রাজধানী ঢাকার বনশ্রীতে এক স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে স্বর্ণ ও টাকা ছিনতাইসহ বিভিন্ন ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগের দাবি তুলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা।
সোমবার দুপুরের মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করে মিছিল করেন তাঁরা। দেশের সন্ত্রাস, ছিনতাই, ধর্ষণসহ অন্যান্য অপরাধের ঘটনা বেড়ে যাওয়ার প্রতিবাদে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার রাত ১টার পর বিভিন্ন হলের শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল শুরু করেন। তারা হল থেকে হল হয়ে রাজু ভাস্কর্যের পাদদেশে এসে জমায়েত হন।
এদিকে গভীর রাতে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, আওয়ামী লীগের সহযোগী গোষ্ঠী সন্ত্রাসী কার্যক্রম চালানোর জন্য লুটের অর্থ ব্যবহার করছে। তবে তিনি নিশ্চিত করেছেন যে সোমবার থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে।
নিজ বাসভবনে জরুরি সংবাদ সম্মেলনে তিনি বলেন, “যে দাবি উঠেছে, যদি আমি তা পূরণ করতে পারি, তাহলে পদত্যাগের প্রশ্নই আসবে না।” তিনি আরো জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন নিয়ে সব বাহিনীর সঙ্গে আলোচনা করা হবে।