ঢাকা মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৫

কুয়েট শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৫, ২০২৫, ০৭:০১ পিএম
ছবি: সংগৃহীত

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষার্থীদের বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১০টার মধ্যে আবাসিক হল ছাড়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। একইসাথে অ্যাকাডেমিক কার্যক্রম পরবর্তী নির্দেশনা দেয়া পর্যন্ত বন্ধ থাকবে।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে কুয়েটের সিন্ডিকেটের জরুরি সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়।

এ সভায় সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদ। সভায় উপ-উপাচার্যসহ সিন্ডিকেটের ১৪ জন সদস্য অংশ নেন।

এদিন সভায় কুয়েটের সংঘর্ষের ঘটনার তদন্ত প্রতিবেদন দাখিলের সময়সীমা ৭ কার্যদিবস বৃদ্ধি করার অনুমোদন দেয়া হয়।

এদিকে, গত ১৮ ফেব্রুয়ারি সংঘটিত ঘটনা তদন্তে গঠিত কমিটির নির্ধারিত তিন কার্যদিবস পার হয়েছে। কিন্তু সব অফিস কক্ষ তালাবদ্ধ থাকাসহ বিভিন্ন কারণে নির্ধারিত তিন দিনে তদন্তকাজ সম্পন্ন করা সম্ভব হয়নি। তাই সুষ্ঠু তদন্তের জন্য তদন্ত কমিটি কুয়েট প্রশাসনের কাছে আরও সাত দিন সময় বৃদ্ধির আবেদন করেছে কমিটি। গঠিত তদন্ত কমিটির সভাপতি ও কুয়েট কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. এম. এম. এ. হাসেম সোমবার (২৪ ফেব্রুয়ারি) এ আবেদন করেন।