বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের নিয়ে নতুন সংগঠন ঘোষণাকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেল ৫টার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে এ হাতাহাতি হয়।
জানা যায়, বিকেল ৪টার দিকে শুরু হওয়া এই বিক্ষোভে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেন এবং দাবি করেন, ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট নতুন ছাত্র সংগঠনের কমিটি প্রকাশ করছে। যেখানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বৈষম্যের শিকার হচ্ছেন। বিকেল ৫টার দিকে শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।
উল্লেখ্য, বুধবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কদের উদ্যোগে নতুন ছাত্রসংগঠনের আত্মপ্রকাশ হয়েছে। ‘গণতান্ত্রিক ছাত্র সংসদ’নামে আত্মপ্রকাশ করে সংগঠনটি।
আপনার মতামত লিখুন :