ঢাকা বৃহস্পতিবার, ০৬ মার্চ, ২০২৫

ইসলামী বিশ্ববিদ্যালয়ে শিবিরের গণ ইফতার

ইবি প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ৬, ২০২৫, ০৭:৩০ পিএম
ছবি: রূপালী বাংলাদেশ

ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের উদ্যোগে ক্যাম্পাসে গণ ইফতারের আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার (৬ মার্চ) কেন্দ্রীয় ক্রিকেট মাঠে ছেলে এবং উম্মুল মু‍‍`মিনীন আয়েশা সিদ্দিকা (রা:) হল গেটে নারী শিক্ষার্থীদের জন্য ইফতার বক্স বিতরণ করা হয়। 

আজ প্রায় ১২শ‍‍`র বেশি শিক্ষার্থীর জন্য ইফতার বক্সের ব্যবস্থা করা হয়। আসরের নামাজের পর ইফতার বিতরণের স্থানে শত শত শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। 

ইফতারে অংশ নেওয়া শিক্ষার্থী রিফাত জানান, বন্ধ ক্যাম্পাসে ইফতারের সময় অনেক শিক্ষার্থীর সমস্যা হয়। হলের ডাইনিংয়ে ইফতারের সুবিধা না থাকায় এবং আশপাশের দোকানগুলোর খাবারের মান খুব একটা ভালো না হওয়ায় আমাদের সমস্যা হয়। ছাত্রশিবিরকে অসংখ্য ধন্যবাদ শিক্ষার্থীদের কথা চিন্তা করে ইফতার কর্মসূচি আয়োজন করার জন্য। তারা প্রতিনিধি ইফতার বক্স বিতরণ করছে। 

শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি ইউসুব আলী জানান, এর আগে আমরা বিশ্ববিদ্যালয়ের সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সাথে ইফতারের আয়োজন করেছি। এরপর সাংবাদিকদের সাথে করা হবে, রাজনৈতিক সংগঠনের সাথে করা হবে। তারই ধারাবাহিকতায় আজকে সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে আমরা গণ ইফতার কর্মসূচির আয়োজন করেছি, আলহামদুলিল্লাহ শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত সাড়া পেয়েছি। সামনেও এধরণের আয়োজন অব্যাহত থাকবে।