বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি পরীক্ষা আগামীকাল (৭ মার্চ) অনুষ্ঠিত হতে যাচ্ছে। ৬৪০টি আসনের বিপরীতে এবার পরীক্ষা দেবেন ৯,২৭৩ জন শিক্ষার্থী, অর্থাৎ প্রতি আসনের জন্য লড়বেন করবেন প্রায় ১৫ জন।
ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে সকাল ৯:৩০ থেকে ১১:৩০ পর্যন্ত। এবারের পরীক্ষা দুটি পৃথক কেন্দ্রে অনুষ্ঠিত হবে- প্রথম ৪,২৭৩ জন পরীক্ষার্থী বুটেক্স ক্যাম্পাসে এবং বাকি পরীক্ষার্থীরা বিএফ শাহীন কলেজ, ঢাকায় পরীক্ষা দেবেন। পরীক্ষাটি মোট ২০০ নম্বরের হবে, যেখানে গণিত, পদার্থবিজ্ঞান, এবং রসায়নে ৬০ নম্বর করে এবং ইংরেজিতে ২০ নম্বর বরাদ্দ থাকবে।
ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশের সম্ভাব্য তারিখ ২৩ মার্চ। মেধাতালিকার ভিত্তিতে সর্বোচ্চ ৩,০০০ শিক্ষার্থীর তালিকা প্রকাশ করা হবে। লিখিত পরীক্ষায় ৪০% এর কম নম্বর পাওয়া শিক্ষার্থীদের অকৃতকার্য বলে গণ্য করা হবে এবং তাদের মেধাতালিকায় অন্তর্ভুক্ত করা হবে না।
ভর্তি পরীক্ষার নিরাপত্তার স্বার্থে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, আবাসিক এলাকা ও হলসমূহে আগামীকাল শুক্রবার বিকেল ৫টা পর্যন্ত ইন্টারনেট ওয়াইফাই সংযোগ বন্ধ থাকবে। এ ছাড়া পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পুলিশ প্রশাসনও সক্রিয় থাকবে।
বুটেক্সের উপাচার্য অধ্যাপক ড. মো. জুলহাস উদ্দিন বলেন, ভর্তিচ্ছু সকল শিক্ষার্থীকে শুভকামনা। বুটেক্স বাংলাদেশের অন্যতম সেরা টেক্সটাইল শিক্ষাপ্রতিষ্ঠান, যেখানে এবার ৬৪০ জন শিক্ষার্থী ভর্তি হবে। নতুন বিভাগ হিসেবে টেক্সটাইল ম্যাটেরিয়ালস ইঞ্জিনিয়ারিং যুক্ত হচ্ছে। আশা করছি, দুই কেন্দ্রেই পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী যথাযথভাবে দায়িত্ব পালন করবে।
প্রসঙ্গত, এবার মোট ১১টি বিভাগে ৬৪০টি আসনে শিক্ষার্থী ভর্তি নেবে বুটেক্স। এর মধ্যে ইয়ার্ণ ইঞ্জিনিয়ারিং, ফেব্রিক ইঞ্জিনিয়ারিং, ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং, অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং এবং টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট বিভাগে আসন রয়েছে ৮০টি করে।
এ ছাড়া টেক্সটাইল ফ্যাশন অ্যান্ড ডিজাইন, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল মেশিনারি ডিজাইন অ্যান্ড মেইনটেন্যান্স, ডাইস অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল ম্যাটেরিয়ালস ইঞ্জিনিয়ারিং বিভাগগুলোতে আসন রয়েছে ৪০টি করে।
আপনার মতামত লিখুন :