ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) উপাচার্য পদে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. জাহিদুল ইসলাম। তিনি এর আগে একই বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ পদে কর্মরত ছিলেন।
বৃহস্পতিবার (৬ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এক প্রজ্ঞাপনের মাধ্যমে নিয়োগের বিষয়টি জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ড. জাহিদুল ইসলামের মেয়াদ হবে চার বছর যা তার যোগদানের তারিখ থেকে কার্যকর হবে। তবে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর প্রয়োজনে যেকোনো সময় তার এ নিয়োগ বাতিল করতে পারবেন।
নিয়োগের শর্ত অনুযায়ী, তিনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নির্ধারিত বেতন-ভাতা এবং অন্যান্য সুবিধা পাবেন। পাশাপাশি উপাচার্য হিসেবে তার সকল দায়িত্ব পালনে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন ২০১০ অনুসরণ করতে হবে।
উল্লেখ্য, অধ্যাপক ড. জাহিদুল ইসলাম বিশ্ববিদ্যালয়টিতে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তার অভিজ্ঞতা ও নেতৃত্বে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আরও এগিয়ে যাবে বলে সকলেই আশা করছেন।
আপনার মতামত লিখুন :