আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রোকেয়া গ্রন্থাগার, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ‘বহ্নিশিখা’ নামে একটি দেয়ালিকা প্রকাশ করেছে। যেখানে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ এবং তাদের অধিকার নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।
শনিবার (৮ মার্চ) সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে দেয়ালিকাটির উদ্বোধন করেন বাকৃবির কৃষি সম্প্রসারণ বিভাগের অধ্যাপক ড. সোনিয়া সেহেলী।
এ সময় রোকেয়া গ্রন্থাগারের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।
দেয়ালিকায় বেগম রোকেয়া, প্রীতিলতা ওয়াদ্দেদার, কবি সুফিয়া কামালসহ দেশের বিভিন্ন নারী পথিকৃৎদের অবদান ফুটিয়ে তুলে শিক্ষার্থীরা।
দেয়ালিকা প্রকাশের উদ্যোগটির প্রশংসা জানিয়ে অধ্যাপক ড. সোনিয়া সেহেলী বলেন, `নারী হিসেবে এখন যে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে কথা বলছি সে অধিকারটুকু হয়তো বাংলাদেশে একসময় ছিল না। নারীদের অধিকার আদায়ে তাই বেগম রোকেয়ার কথা না বললেই নয়। আগামী পঞ্চাশ বছর পরে হয়তো আমার মতো একজন নারী অন্য সুরে কথা বলে এই নারী দিবস উদযাপন করবে।’
এ সময় বিশ্ববিদ্যালয়ের পশুপালন অনুষদের চতুর্থ বর্ষের শিক্ষার্থী পুষ্পিতা ভট্টাচার্য বলেন, নারীদেরকে তাদের অধিকার আদায়ে শুরু থেকেই সংগ্রাম করে আসতে হয়েছে। বর্তমান সময়েও আমরা দেখি ‘২৪ এর গণআন্দোলনে মেয়েদের বড় ভূমিকা থাকা সত্ত্বেও আজকে দেশে যখন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে, তখন সবার আগে আক্রমণ আসছে মেয়েদের ওপরেই। প্রতি ৭২ ঘণ্টায় দেশে এখন ৬৫টি ধর্ষণের ঘটনা ঘটছে। অনেক প্রতিক্রিয়াশীল গোষ্ঠীও দায়ী করছে সেই ধর্ষণের শিকার মেয়েকেই, করছে ভিকটিম ব্লেমিং। এর পেছনের কারণও খুব গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, এই সমাজব্যবস্থায় মেয়েদেরকে যেভাবে অবজেক্টিফাই করে তুলে ধরা হচ্ছে, এতে একজন নারীকে মানুষ হিসেবে দেখার চিন্তাটাই থাকছে না। তাই নারীদের প্রতি সহিংসতার যদি নিরসন চাই, নারীর অধিকার নিশ্চিত করতে চাই, তাহলে অবশ্যই এই ব্যবস্থার পরিবর্তন করতে হবে, নারীকে আগে মানুষ হিসেবে দেখতে হবে। এই ব্যবস্থার পরিবর্তন ছাড়া নারী-পুরুষ কারোর ওপরেই বৈষম্যের নিরসন সম্ভব নয়।