দেশের বিভিন্ন স্থানে নারী নিপীড়ন ও মাগুরায় শিশু ধর্ষণের প্রতিবাদে মশাল বিক্ষোভ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা। ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত চান তারা।
রোববার (৯ মার্চ) রাত ৮টায় পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এই মশাল মিছিল করেন শিক্ষার্থীরা।
এ সময় আলোচিত বিভিন্ন নারী নিপীড়নের প্ল্যাকার্ড বহন করেন তারা। ‘তুমি কে আমি কে, আছিয়া-আছিয়া’, ‘আমার বোনের কান্না, আর না আর না’স্লোগানে উত্তাল হয়ে ওঠে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।
ঢাবি শিক্ষার্থীরা বলেন, দেশে বিভিন্ন সময়ে যেসব ধর্ষণ হয়েছে, তার সঠিক বিচার হয়নি। ফলে ধর্ষক ভয় না পেয়ে বারবার ধর্ষণের মতো জঘন্য অপরাধ করে যাচ্ছে।
তারা আরও বলেন, মুহূর্তের মধ্যে ধর্ষণের মতো জঘন্য কাজ করে ধর্ষক অথচ তার বিচার পেতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। ধর্ষণের বিচার বিশেষ ট্রাইব্যুনালে করার আহ্বান জানান তারা।
শিক্ষার্থীরা বলেন, অবিলম্বে দেশে ঘটে যাওয়া সব নারী নিপীড়নের বিচার করতে হবে। অন্যথায় সামনে আরও কঠোর কর্মসূচি দেয়া হবে বলে হুঁশিয়ারি দেন তারা।
ঢাবির রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে মশাল মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে শাহবাগ মোড় হয়ে মিছিলটি আবারও রাজু ভাস্কর্যে এসে শেষ হয়।
এ ছাড়াও দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ধর্ষণবিরোধী বিক্ষোভ ও মশাল মিছিল করেছেন শিক্ষার্থীরা।