বাকৃবিতে ছাত্রদলের উদ্যোগে ইফতার বিতরণ

বাকৃবি প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ১০, ২০২৫, ০৮:৪৬ এএম

বাকৃবিতে ছাত্রদলের উদ্যোগে ইফতার বিতরণ

ছবি: রূপালী বাংলাদেশ

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল শাখার উদ্যোগে রমজান উপলক্ষে ইফতার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বোরবার (৯ মার্চ) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় বাকৃবি ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক কৃষিবিদ মো. তরিকুল ইসলাম তুষারের নেতৃত্বে ইফতার বিতরণ করা হয়।

এ সময় শতাধিক রোজাদারের মাঝে ইফতার বিতরণ করা হয়।

বাকৃবি ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক কৃষিবিদ মো. তরিকুল ইসলাম তুষার বলেন, জনাব তারেক রহমানের নির্দেশনায় এবং বাকৃবি ছাত্রদলের উদ্যোগে আজ রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।

তিনি বলেন, রমজান মাসে আমাদের মানবিক দায়িত্ব পালন করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা আশাবাদী, এই ধরনের কার্যক্রম ছাত্র সমাজের মধ্যে সহমর্মিতা ও একতা গড়তে সহায়ক হবে। ভবিষ্যতেও এমন মানবিক কর্মসূচি অব্যাহত থাকবে।

আরবি/এসআর

Link copied!