শিক্ষার্থীদের সুবিধার্থে ঢাবিতে অনলাইন ক্লাসের সিদ্ধান্ত

রূপালী ডেস্ক

প্রকাশিত: মার্চ ১১, ২০২৫, ০১:০৭ পিএম

শিক্ষার্থীদের সুবিধার্থে ঢাবিতে অনলাইন ক্লাসের সিদ্ধান্ত

ছবিঃ সংগৃহীত

রমজান মাস উপলক্ষে শিক্ষার্থীদের সুবিধার কথা মাথায় রেখে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন ১৪ মার্চ থেকে ২০ মার্চ পর্যন্ত অনলাইন ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তবে নির্ধারিত পরীক্ষাগুলো যথাসময়ে অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (১১ মার্চ) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ রফিকুল ইসলাম এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ৬ মার্চ উপাচার্যের সভাকক্ষে অনুষ্ঠিত ডিনস্ কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ১৩ মার্চ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিয়মিত ক্লাস সশরীরে অনুষ্ঠিত হবে। এরপর ১৪ মার্চ থেকে ২০ মার্চ পর্যন্ত পাঠদান অনলাইনে চলবে। তবে সভার সিদ্ধান্ত অনুযায়ী নির্ধারিত পরীক্ষাগুলো পূর্বনির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে।

আরবি/শিতি

Link copied!