ঢাকা বুধবার, ১২ মার্চ, ২০২৫

সিমাগো র‍্যাঙ্কিংয়ে প্রথম স্থানে হাবিপ্রবির গণিত বিভাগ

হাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ১২, ২০২৫, ১২:৪৫ পিএম
ছবি: সংগৃহীত

সিমাগো ইনস্টিটিউশনস র‍্যাঙ্কিং ২০২৫ অনুযায়ী বাংলাদেশের সকল পাবলিক এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগগুলোর মধ্যে প্রথম স্থান অর্জন করেছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) গণিত বিভাগ।

গবেষণা, সামাজিক প্রভাব ও উদ্ভাবন- এ তিনটি সূচকের ফলাফল পর্যালোচনা করে ২০০৯ সাল থেকে স্পেনভিত্তিক এই প্রতিষ্ঠানটি শিক্ষা ও গবেষণা সংক্রান্ত প্রতিষ্ঠানগুলোর এই র‌্যাঙ্কিং প্রকাশ করে আসছে। প্রতিষ্ঠানটি তিনটি সূচকের ফলাফল অনুযায়ী, আলাদা র‍্যাঙ্কিং এবং একসঙ্গে মিলিয়ে সার্বিক র‍্যাঙ্কিং প্রকাশ করে থাকে। সার্বিক র‌্যাঙ্কিং করার জন্য তারা গবেষণায় ৫০ শতাংশ, উদ্ভাবনে ৩০ শতাংশ এবং সামাজিক প্রভাবে ২০ শতাংশ পয়েন্ট দিয়ে থাকে।

র‍্যাঙ্কিং অনুযায়ী গবেষণা, সামাজিক প্রভাব ও উদ্ভাবন- এই তিন সূচকে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অবস্থান দেশে যথাক্রমে ৬৯তম, ১৩তম ও ৭৮তম। আর তিনটি বিষয় মিলে বিশ্ববিদ্যালয়টির সার্বিক অবস্থান দেশে ৪৭তম। ২৪টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে গণিতে জায়গা করে নিয়ে প্রথম হয়ে চমক দেখিয়েছে বিশ্ববিদ্যালয়টি।

কলা ও মানবিকী, রসায়ন, গণিত, অর্থনীতি, কৃষি ও জৈবিক বিজ্ঞান, প্রকৌশলসহ সামগ্রিক তালিকার বাইরে বিষয়ভিত্তিক শীর্ষ প্রতিষ্ঠানের তালিকাও প্রকাশ করে সিমাগো ইনস্টিটিউশনস।

স্কোপাস ডাটাবেইজে মূলত কমপক্ষে ১০০টি গবেষণা প্রকাশিত হয়েছে, এমন গবেষণা প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়কে র‍্যাঙ্কিংয়ে স্থান দেয় সিমাগো ইনস্টিটিউশনস।

এ বিষয়ে জানতে চাইলে হাবিপ্রবির গণিত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. তরিকুল ইসলাম বলেন, গতবার র‍্যাঙ্কিংয়ে আমরা ৪র্থ অবস্থানে ছিলাম। এবার আরো এগিয়ে প্রথম স্থান অর্জন করাটা আমাদের সকলের জন্য আনন্দের। এই অবস্থান ধরে রাখতে চাই এবং সেই লক্ষ্যে কাজ করে যাবো বলে প্রত্যাশা করি। এই অর্জন আমার বিভাগ সহ অত্র বিশ্ববিদ্যালয়ের সকলের।

গণিত বিভাগের ৬ষ্ঠ ব্যাচের শিক্ষার্থী অলংকার গুপ্তা বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থী স্বপ্নবাজ হয়। আমরা স্বপ্ন দেখি, শিক্ষকরা সবসময় আমাদের অনুপ্রাণিত করেন। এ ধরনের অর্জন সকলের জন্যে আনন্দের। হাবিপ্রবির গণিত বিভাগ দেশে প্রথম স্থান অর্জন করেছে। আগামীতে আমরা বিশ্ব র‌্যাঙ্কিংয়েও ভালো অবস্থানে থাকবো বলে বিশ্বাস করি।