হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) কুইজ সোসাইটির পক্ষ থেকে গরিব ও অস্বচ্ছল মানুষদের নিকট ঈদ উপহার বিতরণ করা হয়।
মঙ্গলবার (১২ মার্চ) বিকেল ৪ টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গনে এ কর্মসূচির আয়োজন করা হয়।
এ আয়োজনে উপস্থিত ছিলেন হাবিপ্রবি কুইজ সোসাইটির উপদেষ্টা এবং উদ্যানতত্ত্ব বিভাগের শিক্ষক মো. আতিকুর রহমান, কুইজ সোসাইটির সহ-সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।
উল্লেখ্য, ১০ জন অসচ্ছল পরিবারের মাঝে ঈদ সামগ্রী দেওয়া হয়।
কর্মসূচিতে উপদেষ্টা আতিকুর রহমান বলেন, অসচ্ছল এ মানুষগুলোর সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে পেরে আনন্দিত। সেই সঙ্গে যারা দায়িত্ব নিয়ে কার্যক্রমটি পরিচালনা করেছেন তাদের জন্য শুভকামনা ও অদূর ভবিষ্যতে সংগঠনটি যেন আরো ভালো ভালো কার্যক্রম করে যেতে পারে সে আশাবাদ ব্যক্ত করছি।
উল্লেখ্য, হাবিপ্রবি কুইজ সোসাইটি শিক্ষার্থীদের জ্ঞানের বিকাশ ও সৃজনশীলতা প্রকাশের একটি সংগঠন। পাশাপাশি সামাজিক বিভিন্ন কার্যক্রমেও সংগঠনটি সবসময়ই অগ্রণী ভূমিকায় থেকেছে। এরই ধারাবাহিকতায় প্রতিবছরের ন্যায় এ বছরেও সংগঠনটি ঈদ সামগ্রী বিতরণ করেছে।