হাবিপ্রবি সাংবাদিক সমিতির ইফতার ও দোয়া মাহফিল

হাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ১৩, ২০২৫, ০৯:৪৭ পিএম

হাবিপ্রবি সাংবাদিক সমিতির ইফতার ও দোয়া মাহফিল

 

হাজী মোহাম্মাদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি)  অন্যতম ক্রীয়াশীল সংগঠন হাবিপ্রবি সাংবাদিক সমিতি কর্তৃক ইফতার ও দোয়া  মাহফিল  আয়োজিত হয়েছে।

১১ই মার্চ (মঙ্গলবার) দিনাজপুর শহরের ‍‍`ফুড মিইজিয়াম‍‍` রেস্টুরেন্টে অনুষ্ঠানটি আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড.মোঃ শামসুজ্জোহা,বিশেষ অতিথি অধ্যাপক ড.আবুল কালাম ও অধ্যাপক রাফিয়া আক্তার। উপস্থিত ছিলেন হাবিপ্রবি সাংবাদিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি রিয়া মোদক ও সাধারণ সম্পাদক তানভীর হোসাইন সহ সমিতির অন্যান্য সদস্যবৃন্দ,বিভিন্ন পত্রিকার প্রতিনিধি ও আমন্ত্রিত অতিথিবৃন্দ।

 

এ সময় প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শুরুতেই উপস্থিত সকলকে ধন্যবাদ ও অভিনন্দন জানান।তিনি বলেন,"সাংবাদিকতা অনেক চ্যালেঞ্জের একটি কাজ।কোন নিউজ করতে গেলে সেটি কারো পক্ষে বা বিপক্ষে যায়, এ ধরনের প্রতিকূলতাকে চ্যালেঞ্জ করে সাংবাদিকতা করায় তিনি ধন্যবাদ জানান হাবিপ্রবি সাংবাদিক সমিতিকে । সেই সাথে বিশ্ববিদ্যালয়ের ভালো কাজগুলোকে ও ত্রুটিগুলোকে তুলে ধরার নির্দেশনা  দেন।পরিশেষে সমিতির সদস্যবৃন্দরা যেন অর্জিত জ্ঞান বাস্তবিক জীবনে সাফল্যের সহিত প্রয়োগ করতে পারেন সেই আশাবাদ ব্যক্ত করেন ।"

উল্লেখ্য, হাবিপ্রবি সাংবাদিক সমিতি ক্যাম্পাসের সার্বিক বিষয়গুলো তুলে ধরে ও তথ্য দিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সাধারণ শিক্ষার্থীদের মাঝে আস্থা ও ভরসার মাধ্যম হয়ে দাঁড়িয়েছে । বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে সংগঠনটি দিন দিন জনপ্রিয় হচ্ছে । এরই ধারাবাহিকতা বজায় রাখতে পবিত্র রমজানের সম্প্রীতি ও সৌহার্দ্যকে ধারণ করে "হাবিপ্রবিসাস" এর সাবেক ও বর্তমান সকলের অংশগ্রহণে ইফতার ও দোয়া মাহফিলটি হয়ে উঠে আনন্দঘনপূর্ণ ।

 

রূপালী বাংলাদেশ

Link copied!