ববি প্রেস ক্লাবের ইফতার মাহফিল

ববি প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ১৩, ২০২৫, ১০:০৯ পিএম

ববি প্রেস ক্লাবের ইফতার মাহফিল

মহিমান্বিত মাস রমজানের পবিত্রতা ও বরকত অর্জনের লক্ষ্যে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 বৃহস্পতিবার  ( ১৩ মার্চ) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন ০১ এর তৃতীয় তলায় উদ্ভিদবিজ্ঞান বিভাগের শ্রেণি কক্ষে এ দোয়া ও ইফতার মাহফিল আয়োজন করা হয়।

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন এর সঞ্চালনায় সভাপতিত্ব করে বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদীন।

ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিন।

এ ছাড়া উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মামুন অর রশিদ, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. সোনিয়া খান সনি এবং লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মারুফা আক্তার।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিন বলেন, রমজান মাসের তাৎপর্য ও সমাজে সম্প্রীতির গুরুত্ব নিয়ে আলোচনা করেন। এছাড়াও তিনি প্রেস ক্লাবের এমন উদ্যোগকে সাধুবাদ জানান এবং সামাজিক ও ধর্মীয় কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণের জন্য সকলের প্রতি আহ্বান জানান।

বিশ্ববিদ্যালয়ে ট্রেজারার অধ্যাপক ড. মামুন অর রশিদ বলেন, সাংবাদিকেরা জাতির বিবেক ও সমাজের দর্পণ। একজন সাংবাদিক তথ্য উপস্থাপনের মধ্য দিয়ে যেমন সমাজের ক্ষতির কারণ হতে পারে ; আবার ভালোর দিকও তুলে ধরতে পারে। এজন্য বস্তুনিষ্ঠতা বজায় রেখে সংবাদ উপস্থাপন করতে হবে। আমি বিশ্বাস করি,ববি প্রেস ক্লাব বস্তুনিষ্ঠতা বজায় রাখে,ভবিষ্যতেও রাখবে।এসময় তিনি সকলের দোয়া ও শান্তি কামনা করেন।

এছাড়াও ববি প্রেস ক্লাবের কার্যনির্বাহী সদস্যবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মো. আরিফুর রহমান, তানজিদ শাহজালাল ইমন, আবু উবাইদা, নুর ইসলাম নিয়ন, নওরিন নুর তিষা, সাইফুল, ডালিয়া হালদার,মুনতাসীর রাহী।

আরবি/এসআর

Link copied!