বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বৃহত্তর রংপুর সমিতি আয়োজিত দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ মার্চ) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের কমিউনিটি সেন্টারে এই অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি ও বাকৃবির ফসল উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. হাবিবুর রহমান প্রামাণিক, এবং সঞ্চালনার দায়িত্ব পালন করেন সাধারণ সম্পাদক ও কৃষি ও ফলিত পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মো. আখতারুল আলম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহা. রাশেদুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন বাকৃবির শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও সংগঠনটির সহ-সভাপতি অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান সরকার, বাকৃবি প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মো. সহিদুজ্জামান, এবং মৎস্য অধিদপ্তরের আবু মোহাম্মদ আসাদুজ্জামান।
এছাড়া, সমিতির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দসহ রংপুর বিভাগের বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীসহ প্রায় পাঁচশত মানুষ উপস্থিত ছিলেন।
এ সময় রংপুর সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মেজবাউল হক মিজু বলেন, "আমরা আমাদের বৃহত্তর রংপুরের পাঁচটি জেলার শিক্ষার্থী, কর্মকর্তা এবং শ্রদ্ধাভাজন শিক্ষকবৃন্দ সবাই মিলে আজ একত্রিত হয়ে ইফতার সম্পন্ন করছি। সেই সঙ্গে দেশ এবং দেশের কল্যাণের জন্য দোয়া করেছি। আমাদের বৃহত্তর রংপুরের সবাই সব সময় সবার পাশে থাকে এবং একত্রিত হওয়ার মাধ্যমে নবীন শিক্ষার্থীদের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পেয়েছি। আশা করি, বৃহত্তর রংপুর সমিতির শিক্ষার্থীরা সব সময় সবার পাশে থাকবে এবং ভবিষ্যতে দেশ ও জাতির কল্যাণে কাজ করবে।"