বর্তমান শিক্ষা কারিকুলাম লম্পট জন্ম দিচ্ছে : শিবির সেক্রেটারি

শেকৃবি প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ১৪, ২০২৫, ০২:২৫ পিএম

বর্তমান শিক্ষা কারিকুলাম লম্পট জন্ম দিচ্ছে : শিবির সেক্রেটারি

ছবি: রূপালী বাংলাদেশ

শিশু আছিয়াকে কোন রাজনৈতিক ব্যাক্তি ধর্ষণ করেনি, করেছে তারই কাছের আত্মীয়রা। পশ্চিমাদের থেকে ধার করা শিক্ষা কারিকুলাম এবং সংস্কৃতি চর্চা আমাদের সমাজে এসব লম্পট ছাত্র-শিক্ষক, আত্মীয়ের জন্ম দিচ্ছে। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীদের নিয়ে এক আয়োজনে ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম এসব কথা বলেন।

বৃহস্পতিবার (১৩ মার্চ) শেকৃবির ২০২৩-২৪ শিক্ষা বর্ষের শিক্ষার্থীদের নিয়ে জাতীয় আর্কাইভ ভবনে নবীন বরণ ও ইফতারের আয়োজন করে শাখা ছাত্রশিবির।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নুরুল ইসলাম বলেন, নৈতিক ও ধর্মীয় শিক্ষার পরিবর্তে আমাদের শুধু বস্তুবাদী শিক্ষা দেয়া হচ্ছে যার ফলশ্রুতিতে শত আন্দোলনেও এ সমাজ থেকে কখনও নারী নির্যাতন ও ধর্ষণ কমবে না। সমাজের মোরাল স্টান্ডার্ড নির্ভর করে শিক্ষার উপর। স্বাধীনতার ৫০ বছরেও আমরা সাম্য, ন্যায়বিচার দেখতে পাচ্ছি না। শিশু ও নারী নির্যাতন দমন ট্রাইবুনালে মাত্র ৪ থেকে ৫ শতাংশ বিচার হয়, তাও কিছুদিন পর অপরাধীরা মুক্ত বাতাসে বের হয়ে আবার আগের মতো বিচরণ করে। ছাত্রশিবির এর বিপরীতে শিক্ষার্থীদের দক্ষ এবং নৈতিকভাবে উন্নত মানুষ তৈরীর জন্য কাজ করছে। 

ছাত্রশিবিরের এ নেতা বলেন, ১৯৭৭ সাল থেকে এ পর্যন্ত শিবিরের ব্যাপারে খুন, ধর্ষণ, চাঁদাবাজির ১টাও উদাহরণ নেই। তবে রগকাটার মতো মিথ্যা অভিযোগ দিয়ে নতুন প্রজন্মের কাছে একটা নেরেটিভ দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে। এখন মানুষ সচেতন। শিবিরের কারিকুলাম এবং আদর্শ বর্তমান প্রজন্মকে আকর্ষন করছে।

নারী শিক্ষা নিয়ে তিনি বলেন, ইসলাম নারীদের ঘরে আটকে রাখে না। ইসলাম নারীদের যথেষ্ট মর্যাদা দিয়েছে। আমাদের কারও কারও ধারণা, ইসলাম নারীকে শিক্ষা গ্রহণে বাধা দিবে, ভার্সিটিতে পড়তে দিবে না, ঘরের বাইরে কাজ করতে দিবে না। এসব ভুল ধারণা। অথচ রাসুলের যুগেও নারীরা শিক্ষা গ্রহণ করেছেন, যুদ্ধে অংশগ্রহণ করেছেন, সমাজে কন্ট্রিবিউট করেছেন।

সেক্রেটারি মেহেদী হাসান নাঈমের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন ঢাকা মহানগর পশ্চিমের সভাপতি এইচ এম সালাউদ্দিন, কৃষিবিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ড. আলী আফজাল, বিশ্ববিদ্যালয়ের কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগের অধ্যাপক ড. ফিরোজ মাহমুদ। বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক মাওলানা আবুক কালাম আজাদ। ছাত্রশিবিরের শেকৃবির সভাপতি আবুল হাসান অনুষ্ঠানের সভাপতিত্ব করেন।

আরবি/আবু

Link copied!