গোবিপ্রবিতে প্রথমবারের মতো ছাত্রদলের কমিটি

গোবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ১৫, ২০২৫, ১০:৫২ এএম

গোবিপ্রবিতে প্রথমবারের মতো ছাত্রদলের কমিটি

ছবি: রূপালী বাংলাদেশ

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) ছাত্রদলের প্রথম কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে সদস্যদের ভোটে সভাপতি দুর্জয় শুভ এবং সাধারণ সম্পাদক হিসেবে আমিনুল ইসলাম বিদ্যুৎ নির্বাচিত হয়েছেন।

শুক্রবার (১৪ মার্চ) রাতে ছাত্রদলের অফিসিয়াল ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটির তালিকা প্রকাশ করা হয়। যেখানে আগামী ৩০ দিনের মধ্যে কেন্দ্রীয় কমিটির কাছে পূর্ণাঙ্গ কমিটি দেওয়ার জন্য বলা হয়েছে।

প্রকাশিত তালিকা অনুযায়ী গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি হিসেবে দুর্জয় শুভ ও সাধারণ সম্পাদক হিসেবে আমিনুল ইসলাম বিদ্যুৎ এর নাম ঘোষণা করা হয়েছে।

৫৪ সদস্য বিশিষ্ট এ কমিটিতে একজন সিনিয়র সহ-সভাপতি, ১৯ জন সহ-সভাপতি, একজন সিনিয়র যুগ্ম- সাধারণ সম্পাদক, ২৫ জন যুগ্ম- সাধারণ সম্পাদক, একজন সাংগঠনিক সম্পাদক, একজন সহ-সাংগঠনিক সম্পাদক, একজন দপ্তর সম্পাদক ও একজন সহ-দপ্তর সম্পাদক এবং একজন প্রচার সম্পাদক ও একজন সহ- প্রচার সম্পাদকের নাম ঘোষণা করা হয়েছে।

প্রসঙ্গত, গত ২৫ ফেব্রুয়ারি দিনব্যাপী নির্বাচনের মাধ্যমে ২৪৫ জন সদস্যর প্রত্যক্ষ ভোটে সর্বোচ্চ ৮০ ভোট পেয়ে সভাপতি হিসেবে দুর্জয় শুভ নির্বাচিত এবং সাধারণ সম্পাদক হিসেবে আমিনুল ইসলাম বিদ্যুৎ ১১৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছিলেন। এ ছাড়াও সাংগঠনিক সম্পাদক হিসেবে ফারুখ খন্দকার ৭১ ভোট পেয়ে বিজয়ী হয়েছিলেন।

আরবি/এসআর

Link copied!