ঢাকা সোমবার, ১৭ মার্চ, ২০২৫

ডিআইইউতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক কমিটি গঠন

ডিআইইউ প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ১৭, ২০২৫, ০২:১৭ পিএম

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে মো. রফিকুল ইসলাম প্রামাণিককে আহ্বায়ক করে ৭৬ সদস্য বিশিষ্ট এই কমিটি গঠন করা হয়।

রোববার (১৬ মার্চ) রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক এম. জে এইচ মঞ্জু ও সদস্য সচিব আতিক শাহরিয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়।

আহ্বায়ক কমিটির অন্যান্যরা হলেন- যুগ্ম আহ্বায়ক এস. এম. ফেরদৌস, ফাতেমা জান্নাত স্বর্ণা, মো. আবু সাঈদ ও জুবায়ের নুর সাকিব, সদস্য সচিব মো. আফিকুজ্জামান কাব্য, যুগ্ম সদস্য সচিব মেহেদী হাসান রনি, আবু ইসহাক নিরব, ন্যান্সি সরকার ও নাবিল আহম্মেদ, মুখ্য সংগঠক মো. ফয়সাল আহম্মেদ, সংগঠক নূর নেওয়াজ ও শাহলী ওয়াহেদ পারভেজ, জুনাইদ রাতুল, কাজী শাহরিয়ার ইমতিয়াজ, মিরাজ হোসাইন, আল শাহারিয়া সুইট, শাহী ইমরান রনি, মেহেরাব ইসলাম, মো. তন্ময়, রাসেল বসুনিয়া, শওকত আলী আলভি, জুলকার নাইম নিশান, আহসান উল কবির, মিজান ইবনে হোসাইন, মেহেদী হাসান অনিক, পারভেজ হোসাইন ইমন, সাথী পোদ্দার, সাকিব ভূইয়া, কলি আক্তার, শাওন আহম্মেদ, সাকিব ভূইয়া, সাদিয়া আফরিন, লিমা আক্তার, ফয়সাল আহম্মেদ, মুখপাত্র তামান্না আক্তার, সহ-মুখপাত্র তাছলীমা আক্তার কাজল।

এ ছাড়া সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন - সামস নুর ইয়াসির তাওরাত, মো. নিয়ামুল ইসলাম, আসমাউল হুসনা পাপড়ী, মো. সাইফুল্লা, মো. গোলাম মোর্তজা, ইয়াছিন আরাফাত, মো. শফিকুল ইসলাম, জাহিদুল ইসলাম, শাহ আলম কিরণ, মো. সিয়াম, মো. রফিকুল ইসলাম, মো. জাহিদ হাসান, নাহিদ বিন হাফিজ, মো. শফিকুল ইসলাম, আরমিন, মো. মিসবাহ, মো. আরিয়ান, মো. মারজান হোসাইন, মো. নাইম ইসলাম, নাজমুল, হোসাইন রাফসান, মো. রাকিবুল হাসান, মো. জাহিদ ইসলাম, সবুজ হোসাইন, সালমান শাহরিয়া, আশরাফ উদ্দিন ফরহাদ, কামরুজ্জামান কামাল, আজহারুল সাগর, সজীব দাস, আয়েশা আক্তার স্বর্ণা, ফেরদৌস হক শুয়েব, মেহেরুন নাহার স্বর্ণা, মো. সনি, মো. নূর আলম, জয়নাল আবেদিন জুয়েল, অনামিকা রিয়া, মেঘলা আক্তার মেঘ, সুলতান আহম্মদ ফাহিম, উদ্দিপ্ত ভৌমিক নির্ঝর, আবদুল্লাহ চৌধুরী ও আবিদ হোসাইন।

উল্লেখ্য, বৈষম্যবিরোধী শিক্ষার পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে নবগঠিত কমিটি কাজ করবে বলে আশা প্রকাশ করেছেন সংগঠনের নেতারা।