নানা সমস্যায় জর্জরিত শেকৃবির বিজয় ২৪ হল

শেকৃবি প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ১৭, ২০২৫, ০৫:২৮ পিএম

নানা সমস্যায় জর্জরিত শেকৃবির বিজয় ২৪ হল

ছবি: সংগৃহীত

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) বিজয় ২৪ হলে ইফতারের নিম্নমান, পানির সমস্যা ও হল অপরিচ্ছন্নতার বিষয় নিয়ে তীব্র অসন্তোষ ছড়িয়ে পড়েছে শিক্ষার্থীদের মাঝে । বিশ্ববিদ্যালয়ের অন্যান্য হলে ইফতারের মান সন্তোষজনক হলেও, বিজয়‍‍`২৪ হলের খাবারের মান নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা।

দীর্ঘদিন ধরে হলের নানান সমস্যার সমাধান না হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। তারা হলের প্রভোস্টের পদত্যাগ দাবি করেছেন।

শিক্ষার্থীরা অভিযোগ করেছেন, হলটিতে দীর্ঘদিন ধরে খাবার পানির সংকট চলছে। বিশেষ করে রমজান মাসে ইফতার ও সাহরির সময় পর্যাপ্ত পানি না পাওয়ায় ভোগান্তিতে পড়তে হচ্ছে।

এ ছাড়া হলের লিফট দীর্ঘদিন ধরে নষ্ট থাকলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। সম্প্রতি অনুষ্ঠিত হল ফেস্টেও খাবারের মান অত্যন্ত নিম্নমানের হওয়ায় অসন্তোষ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা।

নাম প্রকাশে অনিচ্ছুক কিছু শিক্ষার্থীরা সামাজিক যোগাযোগমাধ্যমে অভিযোগ করেছেন, ইফতারের খাবার ছিল অত্যন্ত নিম্নমানের। শক্ত চাউলের ভাত, মাংসের পরিমাণ অন্যান্য হলের তুলনায় অনেক কম।

এর প্রতিবাদে বিজয় ২৪ হলের শিক্ষার্থীরা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রভোস্টের পদত্যাগের দাবি জানিয়েছেন। শিক্ষার্থীদের অভিযোগ, প্রভোস্টের উদাসীনতার কারণেই এমন ঘটনা ঘটেছে। তারা অবিলম্বে প্রভোস্টের অপসারণ এবং খাবারের মান উন্নয়নের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে বিজয় ২৪ হলের প্রভোস্ট ড. মোহাম্মদ জাহিদুল রাহমানের সঙ্গে ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি ব্যস্ত আছেন বলে জানান। পরবর্তীতে একাধিকবার ফোন করেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

আরবি/এসআর

Link copied!