ঢাকা মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫

লিফটে সিগারেট খেতে নিষেধ করায় সিনিয়রকে ছাত্রদল নেতার মারধর, বহিষ্কার

রূপালী ডেস্ক
প্রকাশিত: মার্চ ১৮, ২০২৫, ০৬:৫৪ পিএম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শহীদ তাজউদ্দীন আহমদ হলের লিফটে সিগারেট নিয়ে ঢুকতে বাধা দেওয়ায় এক শিক্ষার্থীকে মারধর ও শিবির ট্যাগ দিয়ে হত্যার হুমকির অভিযোগ উঠেছে ছাত্রদল নেতার বিরুদ্ধে। 

অভিযুক্ত পারভেজ মোশাররফ মাইক্রোবায়োলজি বিভাগের ৪৯তম ব্যাচের শিক্ষার্থী। তিনি জাবি শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য।

লোক প্রশাসন বিভাগের ৪৮ ব্যাচের শিক্ষার্থী নাইমুর রহমান দুর্জয়কে হুমকি দেওয়ায় পারভেজকে এক বছরের জন্য বহিষ্কার ও পাঁচ হাজার টাকা জরিমানা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সোমবার (১৭ মার্চ) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

এর আগে, গত ১৩ ফেব্রুয়ারি দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহিদ তাজউদ্দীন আহমদ হলের ৪র্থ তলায় লিফট থেকে বের হওয়ার সময় দুর্জয় দেখতে পান পারভেজ মোশাররফ সিগারেট হাতে লিফটে প্রবেশ করছেন। এমতাবস্থায় দুর্জয় তাকে বাধা দিলে পারভেজ গায়ে হাত তুলে মারধর করেন। শিবির ট্যাগ দিয়ে হত্যার হুমকিও দেন।