ঢাকা বুধবার, ১৯ মার্চ, ২০২৫

গাজায় ইসরায়েলি হামলা ও ভারতে সহিংসতার প্রতিবাদে বাকৃবিতে বিক্ষোভ

বাকৃবি প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ১৯, ২০২৫, ০৮:৫৫ পিএম
ছবি: রূপালী বাংলাদেশ

গাজায় ইসরায়েলি হামলা ও ভারতে সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখা।

বুধবার (১৯ মার্চ) বিকাল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের আব্দুল জব্বার মোড়ে আয়োজিত ওই সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সঞ্জয় রায় এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক জায়েদ হাসান ওয়ালিদ। এসময় সংগঠনটির অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

উপস্থিত বক্তারা বলেন, "গত ১৮ মার্চ মার্কিন মদদে যুদ্ধবিরতির মধ্যে গাজায় ইসরায়েলের জায়নবাদী সরকার পুনরায় অতর্কিত বিমান ও ড্রোন হামলা চালিয়ে ঘুমিয়ে থাকা নিরীহ শিশু, নারীসহ চার শতাধিক ফিলিস্তিনিকে হত্যা করেছে। 

আজ শুধু ফিলিস্তিন নয়, সিরিয়া, ইয়েমেন, ইউক্রেনেও মার্কিন সাম্রাজ্যবাদ তার চিরাচরিত যুদ্ধবাজের ভূমিকায় অবতীর্ণ। এর পেছনে কাজ করছে মধ্যপ্রাচ্য ও ইউরোপে মার্কিনী প্রভাব বিস্তার, খনিজ ও জ্বালানি আত্মসাৎসহ মুমূর্ষু ক্যাপিটালিস্ট অর্থনীতিকে চাঙ্গা করার অস্ত্রব্যবসার উদ্দেশ্য! আজ মানুষের জীবনের বিনিময়ে এই ঘৃণ্য উদ্দেশ্য চরিতার্থ করতে সকল সাম্রাজ্যবাদী শক্তিই এক হয়ে মানুষের ওপর নৃশংস আগ্রাসন চালাচ্ছে। আমরা আজ এই সমাবেশে মানবতাবিধ্বংসী হামলার তীব্র ধিক্কার জানাই।"

ভারতে সাম্প্রদায়িক সহিংসতার বিষয়ে উপস্থিত বক্তারা বলেন, "উত্তর প্রদেশে গত হোলি উৎসবের দিন মসজিদে যাওয়ার পথে একজন মুসলিম ব্যক্তি উন্মত্ত জনতার দ্বারা আক্রমণের শিকার হয়ে পরবর্তীতে মারা যান। আমরা বলতে চাই, এই ঘটনার পেছনে উগ্রহিন্দুত্ববাদী বিজেপি সরকারের সাম্প্রদায়িক রাজনীতিই দায়ী।

ধর্মের মানবিক উদ্দেশ্যকে নষ্ট করে উন্মত্ততার মাধ্যমে সাম্প্রদায়িকতাকে উস্কে দিয়ে বিজেপি তার ঘৃণ্য ফ্যাসিবাদী শাসনকে সুসংহত করার চেষ্টা চালাচ্ছে।

আমরা এই ঘৃণ্য চক্রান্তের নিন্দা জানাই। অতিদ্রুত হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।

একই সঙ্গে বিশ্বের সকল দেশে যেকোনো সাম্প্রদায়িক অপশক্তি ও অপচেষ্টার বিরুদ্ধে সকল মানবিক মানুষকে এক হয়ে লড়ার আহ্বান জানাই।"