ঢাকা রবিবার, ০৫ জানুয়ারি, ২০২৫

জবি শিক্ষার্থীর উপর ছাত্রদলের কর্মীর হামলার বিচারে প্রক্টরকে ৪ দিনের আল্টিমেটাম

জবি প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২, ২০২৫, ০৮:৪৮ পিএম

জবি শিক্ষার্থীর উপর ছাত্রদলের কর্মীর হামলার বিচারে প্রক্টরকে ৪ দিনের আল্টিমেটাম

রূপালী বাংলাদেশ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল কর্মী কর্তৃক সাধারণ শিক্ষার্থীর উপর হামলার বিচারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কে চার দিনের আল্টিমেটাম দিয়েছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) বিকেলে প্রক্টর অফিস ঘেরাও করে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এ সময় তারা প্রক্টর কে লিখিত অভিযোগ দেন এবং আগামী সোমবারের মধ্যে হামলাকারী শিক্ষার্থীর বিচারের দাবি করেন।

এ বিষয়ে ভুক্তভোগী শিক্ষার্থী মোহাম্মদ জিহান বলেন,  "আমরা আজ তিনটার সময় প্রক্টর  স্যারের কাছে যাই এবং লিখিত অভিযোগ দিয়ে আসি। আমরা স্যারের কাছে আগামী সোমবারের মধ্যে  বিষয়টি দ্রুত সুষ্ঠ তদন্ত পূর্বক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের  জন্য দাবি জানাই। স্যার আমাদের অভিযোগ পত্রটি গ্রহণ করেছেন এবং বিষয়টি দ্রুত সুষ্ঠু তদন্ত করে শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।"

প্রসঙ্গত, গত ১ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের আইইআর ভবনের সামনে ছাত্রদলের দুই গ্রুপের কথা কাটাকাটির ভিডিও করছে এমন সন্দেহে বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের ২০২২-২০২৩ সেশনের শিক্ষার্থী মোহাম্মদ জিহানের উপর অতর্কিত হামলা করে ছাত্রদল কর্মী, বিশ্ববিদ্যালয়ের ২০২১-২০২২ সেশনের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রায়হান হোসেন।

আরবি/এস

Link copied!