বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) শাখা ছাত্রদলের উদ্যোগে চারটি হলের ১২০০ শিক্ষার্থীকে নিয়ে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ মার্চ) আসরের নামাজের পর থেকে মাওলানা ভাসানী হল, ফজলুল হক হল, হোসেন শহীদ সোহ্রাওয়ার্দী হল ও ঈশা খাঁ হলের শিক্ষার্থীরা ধীরে ধীরে মাওলানা ভাসানী হল সংলগ্ন মাঠে একত্রিত হতে থাকেন।
শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এ এম শোয়াইবের আয়োজনে এই দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়। এতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য এবং দেশের সকল শহিদের স্মরণে দোয়া করা হয়।
এ সময় শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ এম শোয়াইব বলেন, ‘হলের সাধারণ শিক্ষার্থীদের সম্প্রীতি সৃষ্টির লক্ষ্যে ইফতারের আয়োজন করা হয়েছে। ছাত্রদলের নেতাকর্মীদের সাধারণ শিক্ষার্থীরা সাদরে গ্রহণ করেছে। সকল যৌক্তিক বিষয়ে ছাত্রদল সবসময় তাদের পাশে থাকার প্রত্যয় ব্যাক্ত করছে।’
বিশ্ববিদ্যালয়ের মাওলানা ভাসানী হলের শিক্ষার্থী স্বপ্নীল দাশ গুপ্ত তূর্য জানান, এই ইফতারের আয়োজন পারস্পরিক ভ্রাতৃত্ববোধ ও ঐক্যকে আরও শক্তিশালী করার সুযোগ করে দিয়েছে। আশা রাখি ছাত্রদলের এমন মহতী কার্যক্রম যাতে সামনে আরো অব্যাহত থাকবে।
পরে ইফতার শেষে সিনিয়র যুগ্ম আহ্বায়ক শোয়াইব এর উদ্যোগে ওই মাঠ পরিস্কার করেন ছাত্রদলের কর্মীরা।