ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজয় ৭১ হলের লিফটের দেয়ালে ‘জয় বাংলা’ স্লোগান লেখা হয়েছে। তবে কে বা কারা লিখেছে, তা জানা যায়নি।
বৃহস্পতিবার (২০ মার্চ) সকালে হলের লিফটের ভেতরে লাল রঙে জয় বাংলা লেখা দেখেন আবাসিক শিক্ষার্থীরা। তাদের ধারণা বুধবার (১৯ মার্চ) দিবাগত রাতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেউ এটা লিখতে পারে।
এর আগে, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের ওয়াশরুমে জয় বাংলা লেখা দেখতে পান হলটির আবাসিক শিক্ষার্থীরা। সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের গুপ্ত নেতা-কর্মীদের ক্যাম্পাসে অবাধে ঘোরাফেরায় উদ্বিগ্ন সাধারণ শিক্ষার্থীরা। তারা তাদের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন।
বিজয় ৭১ হলের আবাসিক শিক্ষার্থী আমিরুজ্জামান তামিম বলেন, “এটি ক্যাম্পাসে ছাত্রলীগের পুনর্বাসনের খেসারত। রাতের আধারে বিজয় একাত্তর হলের দেয়ালে ও যমুনা পূর্ব পাশের লিফটে নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের নেতা-কর্মীরা জয় বাংলা লিখে রেখে যায়।
ক্যাম্পাসে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা এবং বিভিন্ন নাশকতামূলক কাজে জড়িতদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।”
এ বিষয়ে জানতে চাইলে বিজয় ৭১ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. স ম আলী রেজা বলেন, “হলে বর্ণচোরা কেউ যদি থেকে থাকে, তাহলে তাদের চিহ্নিত করা তো কঠিন। সিসিটিভির আওতার মধ্যে যে জায়গাটা, সেখান থেকে আমরা দেখার চেষ্টা করেছি। আমরা অনুমান করছি, এটা সকাল ৬টা ৯ মিনিট থেকে ১৯-২০ মিনিটের মধ্যে এ রকমটা হয়ে থাকতে পারে। লেখাটা আমরা মুছে দিয়েছি।”
তিনি বলেন, “যারা এটা করেছে এটা তো চোরের মত করা। পলিটিক্যাল গেমটা তো তার জন্য নেগেটিভ। তবে এটা পরিকল্পিত হতে পারে ডাকসুকে সামনে রেখে।”