যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে গাজায় ইজরায়েলি বর্বরোচিত হামলার প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) মানববন্ধন করেছে বামপন্থি দুই সংগঠন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট ও ছাত্র ইউনিয়নের একাংশ।
বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুর তিনটায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাদদেশে মানববন্ধন করেন সংগঠন দুইটির নেতাকর্মীরা।
মানববন্ধনে আইন ও বিচার বিভাগের ৫১ ব্যাচের শিক্ষার্থী ফারহাদুলের সঞ্চালনায় বক্তারা বক্তব্য রাখেন।
মানববন্ধনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রফ্রন্টের সংগঠক সোহাগী সামিয়া বলেন, ইসরায়েল বর্বরভাবে প্রতিনিয়ত ফিলিস্তিনের ছোট শিশু, নারী ও বৃদ্ধাদের উপর হামলা চালাচ্ছে। অনেক ইসলামি রাষ্ট্র আজ চুপ, ফিলিস্তিন ও গাজার পাশে দাঁড়াচ্ছে না। আমরা বুঝতে পারছি এখানে ভোগ বসাতে চায় আমেরিকার মতো সাম্রাজ্যবাদী রাষ্ট্র। তারা আজ ছোট ছোট কলোনি গঠন করে দখল নিয়ে শোষণ করতে চায়, সেটির একটি অংশ গাজা। শুধু প্রতিবাদ নয় ইজরায়েলের পণ্য বয়কট করতে হবে। আজ দলবল নির্বিশেষে সবাই গাজার পক্ষে দাড়াতে হবে।
জাবির ছাত্র ইউনিয়নের একাংশের সভাপতি জাহিদুর ইসলাম ইমন বলেন, যেখানে সারা বিশ্ব মানবতার কথা বলে ৷ সাম্রাজ্যবাদীদের মুখের বুলিই থাকে মানবতা। জাতিসংঘসহ সব সংগঠন যেখানে মুখথুবড়ে পড়ে যাই সেটার নাম হলো গাজা। গত দুইদিন আগে ইসরায়েল বর্বরভাবে গাজার শিশু, নারী,পুরুষের উপর হামলা করেছে। পিতা মাতা তাদের ছিন্ন-বিছিন্ন বাচ্চাদের নিয়ে হাসপাতালে গেছে, তাও বাচাতে পারেননি তাদের বাচ্চাদের । সবাইকে নিজ নিজ জায়গা থেকে ফিলিস্তিনের পক্ষে দাড়াতে হবে এবং একই সাথে ইসরায়েলের এই বর্বর হামলার প্রতিবাদ করতে হবে।