ঢাকা শনিবার, ২২ মার্চ, ২০২৫

আ. লীগ নিষিদ্ধের দাবিতে সবাই এক, উত্তাল ঢাবি

রূপালী ডেস্ক
প্রকাশিত: মার্চ ২১, ২০২৫, ০৭:১৯ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

২৪ এর গণহত্যার দায়ে অভিযুক্ত রাজনৈতিক দল আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে দিনভর বিক্ষোভ মিছিল চলেছে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়। আর এ বিক্ষোভ মিছিলে বিভিন্ন সংগঠন ডাক তুলেছে আওয়ামী লীগকে নিষিদ্ধের।

শুক্রবার (২১ মার্চ) বিকেলে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের ব্যানার’সহ, ইনকিলাব মঞ্চ ও বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের ব্যানারেও এ বিক্ষোভ সমাবেশ পালন করা হয়।

এ সমাবেশে ‘গণহত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধকরণ মঞ্চ’ নামে একটি প্ল্যাটফর্মের যাত্রা শুরু হয়। এ প্ল্যাটফর্ম আওয়ামী যতদিন না নিষিদ্ধ হবে ততদিন কর্মসূচি পালন করবে বলে ঘোষণা দিয়েছে তারা।

এর আগে রাজু ভাস্কর্যের সামনে একই দাবিতে তুলেছে ইনকিলাব মঞ্চ। তারাও মিছিরে ঘোষণা দিয়েছে আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা পর্যন্ত তারা রাজপথে ছাড়বে না। একই দাবিতে নিয়ে ক্যাম্পাসজুড়ে মিছিল করেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ।

বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীর ব্যানারে মিছিল থেকে ‘গড়িমসি বন্ধ কর, আওয়ামী লীগ নিষিদ্ধ কর’, ‘লড়াই লড়াই লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই’, ‘২৪–এর বাংলায়, খুনি লীগের ঠাঁই নাই’, ‘সারা বাংলায় খবর দে, আওয়ামী লীগের কবর দে’ ইত্যাদি স্লোগান দেওয়া হয়।

এসব মঞ্চের পক্ষ থেকে শনিবার (২২ মার্চ) বিকেল পাঁচটায় আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে অবস্থান কর্মসূচি ও গণইফতারের আয়োজন করা হবে বলে সমাবেশ থেকে ঘোষণা দেওয়া হয়।